1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমেরিকায় গর্ভপাত কমবে, পোপকে বললেন ওবামা

১১ জুলাই ২০০৯

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেশে গর্ভপাতের ঘটনা হ্রাসের জন্য পদক্ষেপ গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন৷ শুক্রবার পোপ ষোড়শ বেনেডিক্টের সাথে তাঁর প্রথম বৈঠকে ওবামা এই ইচ্ছার কথা বলেন৷

https://p.dw.com/p/IlPl
পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে সাক্ষাত করতে ভ্যাটিকানে মার্কিন প্রেসিডেন্ট ওবামাছবি: AP

ভ্যাটিকান মুখপাত্র ফেডেরিকো লোমবার্ডি সাংবাদিকদের বলেন, বৈঠক শেষে পোপ জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ওবামা আমেরিকায় গর্ভপাত ঘটানোর সংখ্যা কমিয়ে আনার বিষয়ে তাঁর ব্যক্তিগত ইচ্ছার কথা বলেছেন৷ প্রসঙ্গত, বারাক ওবামা মে মাসে আমেরিকার নতর ডামে একটি ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে গর্ভপাতের অধিকার সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন৷ ওবামার ঐ বক্তব্যের প্রতিবাদে সভাস্থলে বাইরে সোচ্চার হয়েছিল শত শত গর্ভপাত বিরোধী কর্মী৷ পোপ ষোড়শ বেনেডিক্ট তাঁদের বৈঠকের এক পর্যায়ে গর্ভপাত বিরোধী জীবন দর্শনের একটি ক্যাথলিক নির্দেশনা ওবামাকে উপহার দেন৷

হোয়াইট হাউস জানিয়েছে, ৪০ মিনিটের এই বৈঠকে প্রেসিডেন্ট ওবামা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল পক্ষের দায়িত্বের ব্যাপারে স্মরণ করিয়ে দিতে পোপের প্রতি আহ্বান জানান৷ আমেরিকার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডেনিস ম্যাকডোনাফ জানিয়েছেন, ওবামা পোপের সাথে বৈঠককালে আরব-ইসরায়েল দ্বন্দ্বের অবসানে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন৷ এছাড়া এক্ষেত্রে বর্তমান পোপ এবং তাঁর দপ্তরের উদ্যোগের প্রশংসা করেন৷

ভ্যাটিকান সিটিতে প্রেসিডেন্ট ওবামার ঝটিকা সফরে স্ত্রী মিশেল ওবামা এবং তাঁদের দুই কন্যা সাশা ও মালিয়া সাথে ছিলেন৷

Obama in Ghana
ওবামার সফরকে ঘিরে ঘানায় বিপুল উত্সাহ, আকরার পথে পথে ওবামা আর মিলস-এর পোস্টারছবি: AP

ভ্যাটিকান সিটি থেকে প্রেসিডেন্ট ওবামা শুক্রবার রাতেই ঘানায় পৌঁছে গেছেন৷ সাব-সাহারীয় আফ্রিকার এই দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে ওবামার এটিই প্রথম সফর৷ প্রেসিডেন্ট ওবামার পিতা যেহেতু এই ঘানার মানুষ ছিলেন, সেই সূত্রে তাঁর এই ঘানা সফরকে ঘিরে ব্যাপক উত্সাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে ঘানায়৷ কটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে বারাক ওবামাকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন আট্টা-মিলস৷ শনিবার ঘানার সংসদে গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এই আফ্রো-আমেরিকান প্রেসিডেন্টের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়