আর ছবি পরিচালনা করতে চান না হুমায়ূন আহমেদ
১৪ নভেম্বর ২০১০শনিবার ছিল এই জনপ্রিয় সাহিত্যিকের ৬২ তম জন্মদিন৷ সত্তরের দশক থেকে লেখালেখির মাধ্যমে সাহিত্যিক জগতে পা রাখেন তিনি৷ এরপর টিভি নাটক পরিচালনা শুরু করেন৷ ‘এইসব দিন রাত্রি', ‘বহুব্রীহি', ‘অয়োময়', ‘কোথাও কেউ নেই' এর মত অসম্ভব জনপ্রিয় নাটক দিয়ে দর্শক হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন এই পরিচালক৷ নব্বই দশকের গোড়ার দিকে শুরু করেন চলচ্চিত্র নির্মাণ৷ তাঁর পরিচালিত প্রথম ছবি ‘শঙ্খনীল কারাগার'৷ এরপর ‘আগুনের পরশমণি' ও ‘শ্যামল ছায়া'র মত ছবিও এসেছে তাঁর হাত হয়ে৷ বলা বাহুল্য, নাটকের মত সিনেমাতেও দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন প্রতিভাবান এই সাহিত্যিক ও পরিচালক৷
জানা গেছে, এই মুহূর্তে ‘ঘেতু পুত্র কমলা' নামে একটি ছবির কাজ করছেন তিনি৷ এবং এটাই নাকি তাঁর শেষ ছবি৷ এরপর পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নিতে চান হুমায়ূন আহমেদ৷ ইতিমধ্যে সেই ধরণের ঘোষণাও নাকি তিনি দিয়েছেন৷ হঠাৎ করে এই সরে দাড়ানোর কারণ কি? পাঠকপ্রিয় এই সাহিত্যিক বলেছেন, তাড়াহুড়ার কারণে নাকি তিনি এখন আর ভাল ছবি নির্মাণ করতে পারছেন না৷ তাছাড়া ইদানিং আর তত উৎসাহও পান না ছবি নির্মাণে৷ হুমায়ূন আহমেদের এই ঘোষণায় তাঁর ভক্তরা বেশ হতাশ৷ তবে এরপরও ভক্তদের আশা, হয়তো তাদের কথা চিন্তা করেই ছবি নির্মাণ চালিয়ে যাবেন জনপ্রিয় এই সাহিত্যিক ও পরিচালক৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই