ডাক্তারের প্রাণ নিল এবোলা
১৬ সেপ্টেম্বর ২০১৪পশ্চিম আফ্রিকায় এবোলায় (বানানভেদে ইবোলায়) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪শ'র মতো মানুষ মারা গেছেন৷ গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, নাইজেরিয়া এবং সেনেগাল – এই পাঁচটি দেশেই মূলত এবোলার প্রকোপ দেখা দিয়েছে৷ শুরুটা গিনিতে হলেও এ রোগ মহামারির রূপ নিয়েছে লাইবেরিয়ায়৷ সে দেশের সরকারক সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এবোলা আক্রান্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল৷ নির্দেশ না মানায় লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ ১০ জন ঊর্ধতন কর্মকর্তাকে চাকরিচ্যূত করেছেন৷
সিয়েরা লিওনে প্রায় উল্টো চিত্র৷ সেখানে এবোলায় আক্রান্তদের সেবা দিতে গিয়ে একে একে প্রাণ দিয়েছেন চারজন চিকিৎসক৷ গত সপ্তাহে মারা যান এক নারী চিকিৎসক৷ মঙ্গলবার তাঁর শরীরে এবোলার সংক্রমণ ধরা পড়লে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের এক হাসপাতালে ভর্ত্তি করা হয়৷ অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি৷
রোগীদের সেবা করতে গিয়ে প্রাণ দেয়া এই চিকিৎসকের নাম অলিভ বাক৷ সিয়েরা লিওনের স্বাস্থ্য বিভাগের প্রধান এক বিবৃতিতে অলিভ বাক-এর মৃত্যুকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন৷ পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এ পর্যন্ত চারজন চিকিৎসক এবং প্রায় ৫০ জন নার্স এবোলার বলী হলেন৷ মারা যাওয়া চারজনের মধ্যে অলিভ বাক-ই প্রথম নারী চিকিৎসক৷
এসিবি/ডিজি (এএফপি)