1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনায় হবে না কোপা অ্যামেরিকা

৩১ মে ২০২১

আর্জেন্টিনায় কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট হবে না। সাউথ অ্যামেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।

https://p.dw.com/p/3uCaU
আর্জেন্টিনায় হবে না কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট। ছবি: Juan Barreto/AFP/Getty Images

প্রতিযোগিতা শুরু হতে বাকি ছিল আর ১৩ দিন। এত কাছে এসে কনফেডারেশন সিদ্ধান্ত নিল, আর্জেন্টিনাতে কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট হবে না। এবার আর্জেন্টিনা ও কলম্বিয়ায় কোপা অ্যামেরিকা হওয়ার কথা ছিল। কিন্তু গত ২০ মে সাউথ অ্যামেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, কলম্বিয়ায় ঘরোয়া অসন্তোষ চলছে। তাই সেখান থেকে কোপা অ্যামেরিকা কাপের খেলা সরিয়ে দেয়া হলো। কিন্তু এবার তারা আর্জেন্টিনাতেও আর টুর্নামেন্ট না করানোর সিদ্ধান্ত নিল। এই বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট কবে, কোথায় হবে তা জানানো হয়নি।

কেন তারা আর্জেন্টিনায় ম্যাচ বাতিল করলেন তার বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয়া হয়নি। ফেডারেশন বলেছে, তারা আর্জেন্টিনায় ১০ দেশের এই টুর্নামেন্ট করবেন না। কারণ, বর্তমান পরিস্থিতিতে তা করা সম্ভব নয়।

আর্জেন্টিনায় এখন করোনার প্রকোপ বেড়েছে। সেখানে এখন নয় দিনের লকডাউন চলছে। গত শুক্রবার একটা সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৭০ শতাংশ মানুষ এই করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট না করার পক্ষে।

ফেডারেশনের তরফে জানানো হয়েছে, অন্য কিছু দেশ এই টুর্নামেন্টের আয়োজন করতে চায়। বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)