যুগলকে গণপিটুনির ঘটনায় নচিকেতার প্রতিক্রিয়া
২ মে ২০১৮বিজ্ঞাপন
সোমবার রাতে এই ঘটনা ঘটে৷ তাদের অপরাধ, মেট্রোতে তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন৷ ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারে এ খবর ছাপার পরপরই উঠেছে প্রতিবাদের ঝড়৷
গানের শিল্পী নচিকেতা এক ভিডিও বার্তায় এর প্রতিবাদ করে বলেছেন, এই দেশে প্রকাশ্যে মূত্রত্যাগ করা অপরাধ না হলেও চুমু খাওয়া অপরাধ৷
নচিকেতার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আনন্দবাজারের ফেসবুক পাতায় শেয়ার হওয়ার পর ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওতে ছেলেটি ও মেয়েটির গণপ্রহারের কিছু ছবিও সংযোজন করা হয়েছে৷
মাত্র চব্বিশ ঘণ্টায় ফেসবুকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় পাঁচলাখ বার৷ আর শেয়ার হয়েছে ১০ হাজারে বারের বেশি৷ রিঅ্যাকশন ইমো জমা পড়েছে ১৬ হাজারটি৷
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, গণপিটুনি যাঁরা দিয়েছেন তাঁদের অধিকাংশই ছিলেন বয়সে বৃদ্ধ অথবা প্রৌঢ়৷
এইচআই/জেডএইচ