আসিফকে উন্মুক্ত কারাগারে পাঠানো হতে পারে
৬ নভেম্বর ২০১১আসিফের খবর সম্পর্কে যতটুকু জানা গেছে, সেটি নিয়ে অবশ্য এখনও ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য আসেনি৷ আসিফ বর্তমানে ব্রিটেনের ওয়ান্ডসওয়ার্থ এর একটি কারাগারে আটক রয়েছেন৷ তবে তাঁর বন্ধুর বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আসিফকে অন্য একটি উন্মুক্ত কারাগারে সরিয়ে নেওয়া হতে পারে৷ দাগী অপরাধীদের কাছ থেকে তাঁকে সরিয়ে তুলনামূলক কিছুটা সুযোগ সুবিধা সম্বলিত কারাগারে পাঠানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে৷ সেখানে বন্দিরা কিছুটা চলাফেরা করার সুযোগ পায়৷ আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ক্রিকইনফো৷ উল্লেখ্য, ম্যাচ গড়াপেটার জন্য আসিফকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ আর সাবেক অধিনায়ক সালমান বাটকে আড়াই বছর এবং ফাস্ট বোলার মোহাম্মদ আমেরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়৷
এদিকে ম্যাচ ফিক্সিং এর এই কেলেঙ্কারির পর টনক নড়েছে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের৷ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনার পর তদন্ত করার জন্য পিসিবিকে নির্দেশ দিয়েছেন৷ জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেন, ‘‘এই ঘটনা যাতে আবারও না ঘটে তা নিশ্চিত করার জন্য পিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই তদন্ত শুধু এই ম্যাচ গড়াপেটার কারণ খোঁজার জন্য নয় বরং ক্রীড়াঙ্গন থেকে এই দুর্নীতি কীভাবে দূর করা যায় তা নিয়েও৷'' প্রসঙ্গত, আইসিসির পক্ষ থেকে পিসিবিকে ইতিমধ্যে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে৷ এতে পাকিস্তানের ক্রিকেটের সংস্কারের জন্য বলা হয়েছে৷ তবে পাকিস্তানি কর্তৃপক্ষ সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে৷
ক্রিকেট ম্যাচের গড়াপেটার কাহিনী ইদানীংকালে বেশ শোনা যায়৷ কিন্তু তাই বলে যে এইসব ঘটনা কেবল আধুনিক ক্রিকেটের, তা কিন্তু নয়৷ ক্রিকেটের শুরু থেকেই এই জুয়ার প্রচলন ছিল এবং সেজন্য অনেককে শাস্তিও পেতে হয়েছে৷ ইতিহাস ঘাটলে দেখা যায়, সেই প্রায় সোয়া একশ বছর আগে এই ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারির শুরু এবং এর শুরুটা ইংলিশ ক্রিকেটারদের দিয়েই৷
১৮৭৬-৭৭ মৌসুমে ইংলিশ দলের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের আগে এই ধরণের ঘটনা ধরা পড়ে৷ ইংলিশ দলের উইকেট কিপার টেড পুলি দলের মুখে চুনকালি মেখে দিয়ে কারাগারে সময় কাটান৷ কারণ, ম্যাচ গড়াপেটার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ ফলে তাঁকে বাদ দিয়েই সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামে জেমস লিলিহোয়াইটের দল৷ টেড পুলির এই কুকীর্তি কেবল একবার নয়, আরও অনেকবার প্রমাণিত হয়েছে৷ সুযোগ পেলেই তিনি ম্যাচ নিয়ে জুয়াড়িদের সঙ্গে দরকষাকষি করতেন বলে জানা যায়৷ এই জুয়াড়ি মানসিকতার কারণে ক্রিকেট ক্যারিয়ারে তেমন কিছু করতে পারেননি ইংলিশ ক্রিকেটার টেড পুলি৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই