ইইউর যে দেশগুলোর বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ
উন্নত ভবিষ্যতের আশায় অনেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করেন৷ কিন্তু ইইউর কয়েকটি দেশ আন্তর্জাতিক আইন না মেনে অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে৷
গ্রিস
অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইইউতে ঢোকার অন্যতম জনপ্রিয় রুট তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করা৷ এই পথে অভিবাসনপ্রত্যাশীদের চাপ কমাতে গিয়ে গ্রিক কর্তৃপক্ষ আন্তর্জাতিক অনেক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ গণমাধ্যম ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর৷ গ্রিক কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে অনেকসময় চুপ থাকে৷ কখনওনা অভিযোগ অস্বীকার করে৷
ক্রোয়েশিয়া
দেশটির সীমান্তরক্ষীদের বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের জোর করে বসনিয়া-হার্জেগোভিনায় পাঠানোর অভিযোগ রয়েছে৷ এছাড়া অভিবাসনপ্রত্যাশীদের মারধর করা ও ডাকাতির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে৷ ক্রোয়েশিয়ার সরকার সাধারণত এসব অভিযোগ অস্বীকার করে৷
হাঙ্গেরি
অভিবাসনপ্রত্যাশীদের জোর করে হাঙ্গেরি থেকে সার্বিয়া পাঠিয়ে দেওয়ার অভিযোগ হাঙ্গেরির সরকার প্রকাশ্যেই স্বীকার করে৷
স্পেন
অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকা থেকে স্পেন পৌঁছতে দুটি রুট ব্যবহার করে৷ এক, আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়া৷ দুই, মরক্কো থেকে আফ্রিকায় থাকা স্পেনের দুটি ছিটমহল সেউটা ও মেলিয়ায় যাওয়া৷ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্পেনের ভূমি থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের জোর করে মরক্কোয় পাঠিয়ে দেওয়া হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ এসব ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে৷
ইটালি
অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইইউতে পৌঁছানোর সবচেয়ে জনপ্রিয় রুট উত্তর আফ্রিকা থেকে ইটালির ছোট্ট দ্বীপ লাম্পেদুসায় পৌঁছানো৷ ইটালির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ প্রায়ই ওঠে৷ আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ না দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে৷
ফ্রন্টেক্স
ইইউর সীমান্ত ও উপকূল সুরক্ষার দায়িত্ব এই সংস্থার৷ অন্তত ২০০৯ সাল থেকে এই সংস্থা অবৈধ উপায় অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ ঐ বছর ফ্রন্টেক্সের কর্মীরা অ্যাটলান্টিক মহাসাগরে থাকা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় উঠে তাদের সেনেগালে ফিরিয়ে দিয়েছিল বলে অভিযোগ৷