‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের পরামর্শ
২৩ মে ২০১৯‘‘আমাদেরকে ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে’’ শিরোনামে প্রবন্ধটি লিখেছেন জার্মানির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পান এবং শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুন্টার৷ প্রবন্ধটিতে এ দুই রাজনীতিবিদ বলেন, ইউরোপে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন৷ ‘প্রগতিশীল ইসলাম’ গঠনের বিষয়ে জোর দিয়ে তাঁরা মত প্রকাশ করেন, ইউরোপের সমাজ-সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি ‘প্রগতিশীল’ ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন৷
জার্মানির এ দুই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, ‘‘প্রতিক্রিয়াশীল, নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেয়ার পরিবর্তে আমাদেরকে ইউরোপের ঢংয়ের ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত৷ ইউরোপিয়ান ধারার ইসলামের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলেন, এটি ইউরোপের মূল্যবোধ ও স্বাধীনতার বিষয়টিকে ধারণ করবে৷
বৃহস্পতিবার প্রকাশিত প্রবন্ধে ইউরোপের জীবন ব্যবস্থা, সংস্কৃতি, জীবনমান, ইউরোপের সমাজে অন্য সংস্কৃতিকে অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা৷
ইউরোপে মুসলিম মেয়েদের বোরকা পরার বিষয়ে তাঁরা বলেন, ‘‘মেয়েদের বোরকা পরে স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টিকে আমাদের থামানো উচিত৷’’
প্রবন্ধে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তাঁরা৷ একটি সুন্দর সমাজ গঠনের জন্য সকলের ‘অন্তর্ভুক্তিকরণ’ খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ দুই রাজনীতিবিদ বলেন, শরণার্থীদের প্রত্যাবসনের বিষয়টি ঠিক মতো করা না গেলে এটি স্থানীয়দের জীবন যাপনের উপর বোঝা হয়ে দাঁড়ায়৷
উল্লেখ্য, এই দুই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল সিডিইউর সদস্য৷ তবে ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে৷
আরআর/এসিবি (ইপিডি, কেএনএ, ডিপিএ, রাইনিশে পোস্ট)