1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের পরামর্শ

২৩ মে ২০১৯

ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জানিয়েছেন জার্মানির দুই বিশিষ্ট রাজনীতিবিদ৷ স্থানীয় সংবাদমাধ্যম রাইনিশে পোস্টে প্রকাশিত এক প্রবন্ধে এ দাবি জানান তাঁরা৷

https://p.dw.com/p/3Ixpg
ইয়েন্স স্পান (বামে) ও ডানিয়েল গ্যুন্টার (ডানে)ছবি: Imago Images/S. Boness

‘‘আমাদেরকে ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে’’ শিরোনামে প্রবন্ধটি লিখেছেন জার্মানির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পান এবং শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুন্টার৷ প্রবন্ধটিতে এ দুই রাজনীতিবিদ বলেন, ইউরোপে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন৷ ‘প্রগতিশীল ইসলাম’ গঠনের বিষয়ে জোর দিয়ে তাঁরা মত প্রকাশ করেন, ইউরোপের সমাজ-সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি ‘প্রগতিশীল’ ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন৷

জার্মানির এ দুই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, ‘‘প্রতিক্রিয়াশীল, নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেয়ার পরিবর্তে আমাদেরকে ইউরোপের ঢংয়ের ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত৷ ইউরোপিয়ান ধারার ইসলামের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলেন, এটি ইউরোপের মূল্যবোধ ও স্বাধীনতার বিষয়টিকে ধারণ করবে৷  

বৃহস্পতিবার প্রকাশিত প্রবন্ধে ইউরোপের জীবন ব্যবস্থা, সংস্কৃতি, জীবনমান, ইউরোপের সমাজে অন্য সংস্কৃতিকে অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা৷

ইউরোপে মুসলিম মেয়েদের বোরকা পরার বিষয়ে তাঁরা বলেন, ‘‘মেয়েদের বোরকা পরে স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টিকে আমাদের থামানো উচিত৷’’       

প্রবন্ধে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তাঁরা৷ একটি সুন্দর সমাজ গঠনের জন্য সকলের ‘অন্তর্ভুক্তিকরণ’ খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ দুই রাজনীতিবিদ বলেন, শরণার্থীদের প্রত্যাবসনের বিষয়টি ঠিক মতো করা না গেলে এটি স্থানীয়দের জীবন যাপনের উপর বোঝা হয়ে দাঁড়ায়৷

উল্লেখ্য, এই দুই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল সিডিইউর সদস্য৷ তবে ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে৷ 

আরআর/এসিবি (ইপিডি, কেএনএ, ডিপিএ, রাইনিশে পোস্ট)