1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোয় অঘটন, ফ্রান্সের বিদায়

২৯ জুন ২০২১

অপ্রত্যাশিত ঘটনা ইউরো কাপে। সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল ফ্রান্স। টাইব্রেকারে ম্যাচের ফয়সালা হলো।

https://p.dw.com/p/3vj4s
পারলেন না এমবাপে। সুইজারল্যান্ডের কাছে হেরে ইউরো কাপ থেকে বিদায় ফ্রান্সের। ছবি: Justin Setterfield/REUTERS

ফুটবলে হামেশাই অঘটন ঘটে। যেমন ঘটল ইউরো কাপে ফ্রান্স ও সুইজারল্যান্ডের ম্যাচে। এমবাপে, পোগবা, গ্রিজম্যানদের ফ্রান্সকে সুইজারল্যান্ড হারিয়ে দেবে তা অপ্রত্যাশিত ছিল। ফ্রন্সের কোচ দেশঁও সম্ভবত একটু হালকাভাবে নিয়েছিলেন বিপক্ষকে। তাই তিন ডিফেন্ডার দিয়ে খেলা শুরু করেন। তার ছক ছিল ৩-৪-১-২। কিন্তু তার এই কৌশল কাজে এল না। পরে অবশ্য তিনি ডিফেন্সে লোক বাড়াতে বাধ্য হন।

ম্যাচের ১৫ মিনিটে হ্যারিস সেফেরোভিচ দুরন্ত হেডে গোল করে এগিয়ে দেন সুইজ়ারল্যান্ডকে। প্রথমার্ধে এমবাপেরা নিজেদের খেলা খেলতে পারেননি। বরং দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ফ্রান্স। পরপর দুইটি গোল করেন বেঞ্জেমা। তারপর পোগবা অসাধারণ গোল করেন বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে। এরপর ৮১ ও ৯০ মিনিটে দুইটি গোল করে সুইজারল্যান্ড। এরপর কোমানের শট পোস্টে লাগে। বোঝা যাচ্ছিল, ভাগ্য ফ্রান্সের সহায় নয়।

অতিরিক্ত সময়ে বেঞ্জেমা চোট পেয়ে বাইরে চলে যান। তার আগেই গ্রিজম্যানকে তুলে নিয়েছেন কোচ দেশঁ। কোমানও চোট পেয়ে বাইরে চলে যান। এরপরেও ফ্রান্স একাধিক সুযোগ পেয়েছিল। সুইস গোলরক্ষক একটা অসাধারণ গোল বাঁচান। টাইব্রেকারেও তিনি এমবাপের শট বাঁচান।

এবার সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন।

কোপায় মেসির দুই গোল

কোপা অ্যামেরিকায় গ্রুপের এক নম্বর দল হয়েই কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্টিনা। তারা বলিভিয়াকে হারাল ৪-১ গোলে। দুইটি গোল করলেন মেসি। ম্যাচের ছয় মিনিটে আলেহান্দ্রো গোমেজের গোলও মেসির অসাধারণ ডিফেন্স চেরা পাস থেকে। প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গেলেও পরপর তিনটি ম্যাচ জিতলেন মেসিরা।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)