1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরান-আফগান সীমান্তে গুলি, মৃত এক

১ আগস্ট ২০২২

ইরান ও তালেবান সীমান্তরক্ষীদের গুলির লড়াইয়ে একজন আফগান অফিসারের মৃত্যু হয়েছে।

https://p.dw.com/p/4EwOL
ইরান ও আফগানিস্তানের এই সীমান্তেই সংঘর্ষ হয়েছে। উপরের ছবিটি গত ফেব্রুয়ারিতে তোলা।
ইরান ও আফগানিস্তানের এই সীমান্তেই সংঘর্ষ হয়েছে। উপরের ছবিটি গত ফেব্রুয়ারিতে তোলা। ছবি: Wakil Kohsar/AFP/Getty Images

রোববার দুই দেশের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। ইরান জানিয়েছে, আফগান সীমান্তরক্ষীরা প্রথম গুলি চালায়। তালেবানের অভিযোগ, প্রথমে গুলি চালিয়েছে ইরান। পূর্ব ইরানের হিরমন্দের গভর্নর মেইসাম বারাজানদেহ জানিয়েছেন, ছোট সংঘর্ষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গুলি চালানো বন্ধ হয়।

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে

ইরানের সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের এলাকায় হিরমন্দের সাঘালাকে এই সংঘর্ষ হয়। ইরানের সেনা যোগ্য প্রত্যুত্তর দিয়েছে। ইরানের তরফে কেউ হতাহত হয়নি।

ইরানের আরেকটি সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তালেবানরা দাস্ত মহম্মদ গ্রামের বাড়িতে গুলি চালাতে থাকে। তারপর বেশ কয়েক মিনিট ধরে দুই পক্ষের গুলিবিনিময় চলতে থাকে।

ইরানের সংবাদমাধ্যমের দাবি, তালেবানরা আফগানিস্তানের অংশ নয়, এমন এলাকায় আফগানিস্তানের পতাকা তুলতে যায়।

স্থানীয় মানুষরা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানের এলাকায় সংঘর্ষ তীব্র হওয়ায় প্রচুর মানুষ ইরানে পালিয়ে গেছেন। তার জেরেই এই সংঘর্ষ।

কিন্তু আফগানিস্তানের নিমরোজ অঞ্চলের ইনফরমেশন সেন্টার এই ঘটনার জন্য ইরানের সীমান্তরক্ষীদের দায়ী করেছে। তারা জানিয়েছে, নিমরোজের কাং অঞ্চলে ইরানের সীমান্তরক্ষীরা আফগানিস্তানের সীমান্তরক্ষীদের উপর গুলি চালাতে থাকে।

গতমাসে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সীমান্ত সংঘর্ষে ইরানের একজন মারা গেছেন।

জিএইচ/এসজি (রয়টার্স, এপি, এএফপি)