1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে প্রতিশোধমূলক হামলার ‘সমাপ্তি’ ঘোষণা ইসরায়েলের

২৬ অক্টোবর ২০২৪

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলার সমাপ্তি ঘোষণা করেছে৷ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলার ব্যাপারে তাদেরকে আগেই জানিয়েছিল ইসরায়েল৷

https://p.dw.com/p/4mG3E
ভোররাতের তেহরান শহর
ইরানের আধাসরকারি তাসনিম সংবাদসংস্থা জানিয়েছে ইসরায়েলের যেকোন ‘আগ্রাসনের’ জবাব দিতে প্রস্তুত ছিল দেশটি৷  ছবি: ATTA KENARE/AFP

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) শনিবার খুব ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলা চালায়৷ ইরানে প্রতিশোধমূলক হামলা শুরুর ঘোষণা দেয়ার প্রায় তিনঘণ্টা পর তা সমাপ্তির ঘোষণাও দেয় ইসরায়েল৷ পাশাপাশি তারা এই বিষয়ে আর উত্তেজনা সৃষ্টি না করতে ইরানকে সতর্কও করেছে৷

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হেগারি এক বিবৃতিতে বলেন, ‘‘আমাদের বার্তা পরিষ্কার, যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে নিতে চায়, তাদের চড়া মূল্য দিতে হবে।’’    

আইডিএফ জানিয়েছে  ‘কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার' জবাবে শনিবার দেশটিতে হামলা চালানো হয়েছে৷ গত ১ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই দেশটি এর জবাব দেয়ার কথা বলে আসছিল৷  

সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হেজবোল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনার পর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান৷

তার আগে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গত জুলাইয়ে তেহরানে এক বিস্ফোরণে প্রাণ হারান৷ ইরানি কর্মকর্তারা এজন্য ইসরায়েলকে দায়ী করেছেন৷

এদিকে, শনিবারের হামলার পর ইরানের আধাসরকারি তাসনিম সংবাদসংস্থা জানিয়েছে ইসরায়েলের যেকোন ‘আগ্রাসনের’ জবাব দিতে প্রস্তুত ছিল দেশটি৷   

ইরান কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে?

বিভিন্ন সূত্রের বরাতে সংবাদসংস্থাটি লিখেছে, ‘‘এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে ইসরায়েল তার পদক্ষেপের আনুপাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে৷''

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল ইরানের তেল পরিকাঠামো বা পারমাণবিক সাইটে নয়, বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে

এই হামলাকে ‘ইরানের সার্বভৌমত্ব' ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে  নিন্দা জানিয়েছে সৌদি আরব৷ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি এই অঞ্চলের উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করা আহ্বান জানিয়েছে তারা৷

এআই/এফএস (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান