ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল, আর কার আছে?
ইরান মঙ্গলবার তাদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল দেখিয়েছে৷ এটি শব্দের গতির চেয়ে সর্বোচ্চ ১৫ গুণ বেশি গতিতে চলতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে৷
ইরানের প্রথম
ইরানের রেভুলিউশনারি গার্ডস মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘ফাত্তাহ’ নামে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে৷ এটি শব্দের গতির চেয়ে সর্বোচ্চ ১৫ গুণ বেশি গতিতে চলতে পারে বলে দাবি করা হচ্ছে৷ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য দেয়া হয়েছে৷
প্রেসিডেন্টের প্রতিক্রিয়া
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ মিসাইল প্রদর্শনী অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে৷ ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি, রেভুলিউশনারি গার্ডসের প্রধান জেনারেল হোসেইন সালামিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ নতুন মিসাইলের হাইপারসনিক গতির প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এটি ইরানের ‘প্রতিরোধের শক্তি’ বাড়াবে এবং ‘অত্র অঞ্চলের দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা আনবে’৷
সক্ষমতা
আইআরএনএ বলছে, ফাত্তাহ ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এর গতি শব্দের গতির চেয়ে ১৩ থেকে ১৫ গুণ বেশি উঠতে পারে৷
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম?
সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়ে হাইপারসনিক মিসাইল একটু নীচ দিয়ে ওড়ে৷ সে কারণে এটি দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে৷ এছাড়া আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক আটকে যাওয়ার সুযোগও কম থাকে৷ রেভুলিউশনারি গার্ডসের এয়ারোস্পেস প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ (বামে) মনে করছেন, ফাত্তাহকে আটকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে কয়েক দশক লেগে যেতে পারে৷
পরমাণু অস্ত্র বহন করতে পারে
কমগতির ব্যালিস্টিক মিসাইলের মতো হাইপারসনিক মিসাইল পরমাণু অস্ত্র বহন করতে পারে৷ এমন মিসাইল বানানোর কথা ইরান গত নভেম্বরে প্রথম জানিয়েছিল৷ সেইসময় উদ্বেগ প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি৷
ইসরায়েলের প্রতিক্রিয়া
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ট মঙ্গলবার বলেন, ‘‘শুনছি আমাদের শত্রুরা তাদের তৈরি অস্ত্র নিয়ে গর্ব করছে৷’’ তিনি বলেন, ‘‘আমাদের কাছে এর চেয়েও ভালো উত্তর আছে - স্থল, আকাশ কিংবা সমুদ্রে হোক, রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সব উপায়ই আছে৷’’ উল্লেখ্য, ইসরায়েলের কাছে সাবসনিক ও সুপারসনিক মিসাইল থামাতে সক্ষম কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে৷
আর কার কাছে আছে?
উত্তর কোরিয়া গতবছর হাইপারসনিক মিসাইলের পরীক্ষা (ছবি) করেছিল৷ বর্তমানে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে এমন মিসাইল আছে৷ ভারতও হাইপারসনিক মিসাইল তৈরিতে অনেকখানি এগিয়ে গেছে৷
ইউক্রেনে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা
গতবছর মার্চ থেকে এখন পর্যন্ত রাশিয়া বেশ কয়েকটি কিনজাল হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা করেছে৷ ছবিতে ফাইটার জেটের নিচে লাগানো কিনজার মিসাইল দেখা যাচ্ছে৷