ইসরায়েলে বার-এ সশস্ত্র হামলা, মৃত দুই
৮ এপ্রিল ২০২২পুলিশ জানিয়েছে, এটা ছিল সন্ত্রাসী হামলা। এর ফলে অন্ততপক্ষে দুই জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়েছেন। যারা মারা গেছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাদের বাঁচাবার চেষ্টাও করেছিলেন। কিন্তু তারা দুইজনকে বাঁচাতে পারেননি।
পুলিশের মুখপাত্র চ্যানেল১৩ টেলিভিশনকে বলেছেন, একজন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি চালায়। তারপর দৌড়ে পালায়।
এখনো পর্যন্ত যা জানা গেছে
ইসরায়েলের এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, যেখানে এই গুলিচালনার ঘটনা ঘটেছে, সেটা অন্যতম ব্যস্ত এলাকা। সেখানে বার ও রেস্তোরাঁগুলি খুবই জনপ্রিয়। প্রচুর মানুষ সেখানে যান।
মেয়র জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তি বার-এ ঢুকে গুলি চালায়। ছবিতে দেখা যাচ্ছে, বার-এর সামনে ভাঙা কাচ ছড়িয়ে আছে।
পুলিশের আবেদন, মানুষ যেন আপাতত ওই এলাকা এড়িয়ে চলেন। আর ওই এলাকার মানুষজন যেন বাড়ির বাইরে পা না দেন। জানলা থেকে বাইরে মাথা গলিয়ে কিছু দেখার চেষ্টা না করেন। বারান্দায় যাওয়ারও দরকার নেই।
টিভি ফুটেজে দেখা গেছে, প্রচুর পুলিশ ঘটনাস্থলে গেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স।
গত কয়েকদিন ধরেই ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। যার ফলে এখনো পর্যন্ত ১১ জন মারা গেছেন।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)