উপসাগরীয় অঞ্চলে চাপের মুখে নেটফ্লিক্স
৭ সেপ্টেম্বর ২০২২কোন বা কোন ধরনের কনটেন্ট ‘ইসলামি মূল্যবোধের পরিপন্থি' তা সরাসরি বলা হয়নি৷ তবে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এক নারী নেটফ্লিক্সকে ‘সমকামিতার অফিসিয়াল স্পন্সর' হিসেবে উল্লেখ করেছেন৷ মঙ্গলবার সৌদিআরবের নেতৃত্বাধীন গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ও গভীর নিন্দা জানিয়ে নেটফ্লিক্সের প্রতি ‘আপত্তিকর কনটেন্ট' শীঘ্রই সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার- এই ছয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জোটটি যৌথ বিবৃতিতে বলেছে, নেটফ্লিক্সের অনেক কনটেন্ট ‘ইসলাম ও সামাজিক মূল্যবোধ এবং নীতিবোধ বিরোধী'৷ বিবৃতিতে আরো বলা হয়, নেটফ্লিক্স এমন কনটেন্টও প্রচার করে যা কিনা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর গণমাধ্যম সংক্রান্ত বিধিরও পরিপন্থি৷ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে জিসিসির এ বিবৃতি প্রচার করা হয়৷ নেটফ্লিক্স অবশ্য এখনো বিবৃতির বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি৷
মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ‘আচরণ বিষয়ক পরামর্শক' (বিহেভিওরাল কনসালট্যান্ট) এক নারী বলেন, নেটফ্লিক্স হলো ‘সমকামিতার অফিসিয়াল স্পন্সর'৷ একই চ্যানেলে একটি কার্টুন ছবিতে দুই নারীর কোলাকুলির দৃশ্যকে ঝাপসা করে দেখিয়ে এমন দৃশ্য প্রচারেরও নিন্দা জানানো হয়৷ সেখানে বলা হয় এমন অনুষ্ঠান শিশুদের দেখানো হলে নেটফ্লিক্স নিষিদ্ধও হতে পারে৷
এর আগে মধ্য-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে গে এবং লেসবিয়ানদের চুম্বন দৃশ্য সরিয়ে নেয়ার আহ্বান জানায়৷ গত জুনে ডিজনি‘র অ্যানিমেশন ফিল্ম ‘লাইটইয়ার' নিষিদ্ধ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া৷
মধ্য-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ৷ গত সোমবার দুই এলজিবিটি অ্যাক্টিভিস্টকে ‘মানবপাচারের' অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান৷
২০১৯ সালে একবার নেটফ্লিক্সকে ‘প্যাট্রিয়টিক অ্যাক্ট উইথ হাসান মিনহাজ'-এর একটি পর্ব সরিয়ে নিতে বলেছিল সৌদি আরব৷ নেটফ্লিক্স তা সরিয়ে নিয়েছিল৷ সেবার রাজতন্ত্রের কঠোর সমালোচনা করার পরই সৌদি সরকারের কাছ থেকে কঠোর বার্তা পেয়েছিল নেটফ্লিক্স৷
এসিবি/ কেএম (এপি, রয়টার্স)