উইকিলিকস নিয়ে ম্যুলার প্রতিবেদনের নতুন তথ্য প্রকাশ
৩ নভেম্বর ২০২০সোমবার ২০২০ মার্কিন নির্বাচনের মাত্র একদিন আগেই এই প্রতিবেদনের নতুন তথ্য প্রকাশ করলো দেশটির বিচার বিভাগ৷ বিশেষ কাউন্সেল ম্যুলারের প্রতিবেদনে কেন উইকিলিক্স, এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র ও সাবেক উপদেষ্টা রজার স্টোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়নি, তাও বিস্তারিত জানানো হয়েছে৷
বাজফিডের সাংবাদিক জেসন লেওপোল্ড এবং অলাভজনক গবেষণা সংস্থা ইলেক্ট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টার (ইপিআইসি) এর প্রকাশ করা তথ্যে জানা গেছে, উইকিলিকস, অ্যাসাঞ্জ বা রজারের বিরুদ্ধে 'কম্পিউটারের মাধ্যমে হস্তক্ষেপ' সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগ আনার পর্যাপ্ত প্রমাণ মেলেনি৷
তবে প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গুপ্তচর সংস্থা- জিআরইউ এর সঙ্গে উইকিলিকস এর সব ধরনের যোগাযোগ হয়েছে এনক্রিপ্টেড অর্থাৎ অর্থ উদ্ধার করা যায় না এমন চ্যাটের মাধ্যমে৷
চ্যাটের মাধ্যমে কথোপকথনের পুরো অংশ উদ্ধার করতে না পারায় রুশ গুপ্তচরদের সঙ্গে মিলে উইকিলিকস কোনো হ্যাকিং এর ষড়যন্ত্র করছিল কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি৷ ম্যুলার প্রতিবেদনের নতুন প্রকাশ করা অংশে জানা গেছে এ তথ্য৷
রজার স্টোনের বিরুদ্ধেও একইরকম 'আইনি সমস্যার' কারণে অভিযোগ আনতে পারেনি ম্যুলারের তদন্ত দল৷
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যুলারের দল 'রজার রুশ গুপ্তচরদের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন, এমন তথ্য সন্দেহাতীতভাবে নিশ্চিত হতে পারেনি'৷
প্রতিবেদনে এও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ আনা হলে তা সাংবাধিনক জটিলতার সৃষ্টি করতে পারে৷
২০০৯ সালের এপ্রিলে প্রথম প্রকাশ হওয়া এ প্রতিবেদনে রুশ সরকার ও ট্রাম্পের প্রচার দলের মধ্যে নানা যোগাযোগের তথ্য জানা গেলেও নির্বাচন প্রভাবিত করার অভিযোগ প্রমাণ পাওয়া যায়নি৷
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বরাবরই এই তদন্তকে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ বলে দাবি করে আসছেন৷
আদিত্য শর্মা/এডিকে