1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সাহিত্যনরওয়ে

উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য সাহিত্যে নোবেল পেলেন ইয়ন ফঁসা

৫ অক্টোবর ২০২৩

উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের খ্যাতনামা লেখক ইয়ন ফঁসা৷ রয়্যাল সুইডিশ একাডেমি আজ বৃহস্পতিবার সম্মানজনক এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/4X9f8
সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের খ্যাতনামা লেখক ইয়ন ফঁসা
সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের খ্যাতনামা লেখক ইয়ন ফঁসাছবি: Jessica Gow/TT/AFP

বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, নাটক ও গদ্যসাহিত্যে নতুন মাত্রা যোগ করার  জন্য তাকে ২০২৩ সালের নোবেল দেয়া হয়েছে৷

ফঁসার লেখা নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমি বলেছে, অনুচ্চারিত কথা লেখনিতে তুলে এনেছেন তিনি৷ তার লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে৷

৬৪ বছর বয়সি ইয়ন ফঁসা ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের স্ট্রান্ডেবার্মে জন্মগ্রহণ করেন৷ নাট্যকার হিসেবে খ্যাতি কুড়ালেও উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুতোষ লেখা ও অনুবাদকর্মও রয়েছে তার৷

পুরস্কারের অর্থ হিসেবে এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ডলার পাবেন নরওয়েজিয়ান এই লেখক৷ গত বছর ফরাসি লেখক আনি এরনো এই পুরস্কার পেয়েছিলেন৷

এমকে/কেএম