1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ কেমন সংসদ?

২৬ জুন ২০১৯

দশম সংসদেই প্রশ্ন ওঠে৷ বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য ছিলেন মন্ত্রিসভায়৷ এবার শতভাগ আওয়ামী মন্ত্রিসভা৷ তারপরও প্রশ্ন উঠছে বিরোধী দল নিয়ে৷

https://p.dw.com/p/3KpEK
Bangladesch Parlament
ছবি: bdnews24.com

একাদশ সংসদে ২২ জন নির্বাচিত সদস্য পাওয়া জাতীয় পার্টির ভূমিকা কী হবে, তা নিয়ে নির্বাচনের পর থেকেই ছিল ধোঁয়াশা৷ তবে এবার আওয়ামী লীগের পক্ষ থেকেই চাওয়া ছিল, জাতীয় পার্টি যাতে বিরোধী দলের ভূমিকাতেই থাকে৷ নিয়মরক্ষার খাতিরে কিছু বিরোধিতা ছাড়া, একাদশ সংসদে কার্যকর কোনো ভূমিকা জাতীয় পার্টির পক্ষে রাখা সম্ভব নয়, এ ব্যাপারে মোটামুটি একমত রাজনৈতিক বিশ্লেষকরা৷

অন্যদিকে, ৬ সদস্য নিয়ে দীর্ঘ গড়িমসির পর দলটির পাঁচ জন যোগ দেন সংসদে৷ সংরক্ষিত নারী আসনেও শপথ নিয়েছেন এক সদস্য৷ মাঝে মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি, আর এই সংসদ ‘অবৈধ' বলে হুংকার দেয়া ছাড়া এই গুটিকয় সদস্যের পক্ষে কার্যকর বিরোধীতাও গড়ে তোলা সম্ভব হচ্ছে না বিএনপির পক্ষে৷

এই মুহূর্তে সংসদের চিত্র নিম্নরূপ:

সংরক্ষিত আসনসহ মোট সদস্য : ৩৪৯

আওয়ামী লীগ: ৩০১(২৫৮+৪৩)

ওয়ার্কার্স পার্টি: ৪(৩+১)

জাসদ-২

তরিকত ফেডারেশন-১

জেপি(মঞ্জু)-১

জাতীয় পার্টি-২৬(২২+৪)

বিকল্পধারা-২

বিএনপি-৬(৫+১)

গণফোরাম-২

স্বতন্ত্র-৪(৩+১)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ার বগুড়া-৬ আসনটি শূন্য হয়েছে। সেখানে উপনির্বাচন হবে।

দুই অধিবেশনে কার্যক্রম

একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি, শেষ হয় শেষ ১১ মার্চ৷ দ্বিতীয় অধিবেশন শুরু হয় ২৪ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল৷ ১১ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে৷ এই সংসদ দুই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে৷ দলগুলো চিপ হুইপ ও হুইপ নির্বাচনের কাজ করেছে৷ আর ৫০টি সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে৷

যৌন নিপীড়ন ও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতিবাদে ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা ও প্রস্তাব গ্রহণ করা হয়েছে৷ চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির প্রস্তাব নাকচ করা হয়েছে৷ বিভিন্ন বিষয়ে তিনটি বিল পাশ হয়েছে৷

সংসদে জবাবদিহিতার বাস্তব পরিস্থিতি নেই: ইফতেখার

বাজেট অধিবেশন ও বিএনপি

একাদশ সংসদের তৃতীয় অধিবেশন বাজেট অধিবেশন শুরু হয়েছে ১১ জুন৷ ১৩ জুন বাজেট পেশ করা হয়েছে৷ এখন চলছে বাজেটের ওপর আলোচনা৷

আলোচনায় অংশ নিয়ে বিএনপি'র সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এরই মধ্যে সংসদে উত্তাপ ছড়িয়েছেন৷ বাজেট আলোচনা হলেও রাজনৈতিক নানা বিষয়ে কথা বলতে গিয়ে বার বার সরকার দলীয় সংসদ সদস্যদের বাধার মুখে পড়েন৷

সরকারে যেতে চায় বিরোধী দল

বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ৷ তিনি এ পর্যন্ত মাত্র একদিন সংসদে গিয়ে কয়েক মিনিট ছিলেন৷ তবে জাতীয় পার্টির একটি অংশ এখনো আগের মতো সরকারেই যেতে চায়৷ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের কেউ কেউ মনে করেন একই সঙ্গে সরকারে থাকলে সরকারি সুবিধা নিয়ে দলের অনেক কাজ করা যায়৷ সরকার যদি প্রস্তাব দেয় তাহলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো৷''

তবে সরকার মনে করে এখন জাতীয় পার্টির বিরোধী দলে থাকাই ভালো৷ নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমার মনে হয় সংসদকে বেশি গুরুত্ব দেয় দরকার৷ তারা বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আশা করি৷''

এটা কৃত্রিম বিরোধী দল: বদিউল

জোর করে বিরোধী দল

ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংসদের কাজ পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেয় পার্লামেন্ট ওয়াচ শিরোনামে৷ এই সংসদ নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু না করলেও সাধারণ পর্যবেক্ষণ থেকে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷ তিনি বলেন, ‘‘আমাদের আশঙ্কার জায়গা হলো সরকারকে সংসদের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় নেয়ার বাস্তব পরিস্থিতি নেই৷ কারণ আমরা সত্যিকারভাবে নির্বাাচিত গণপ্রতিনিধি পেয়েছি, তা বলা যাবেনা৷ আর যারা নির্বাচিত হয়েছেন. তারাও সেটা বিশ্বাস করেন না৷''

তবে তিনি মনে করেন, ‘‘সংসদে যে অফিসিয়াল বিরোধী দল আছে. তারা না পারলেও বিএনপির সংসদ সদস্যরা চাইলে কার্যকর বিরোধিতা করতে পারেন৷ সব সময় সংখ্যা গুরুত্বপূর্ণ নয়৷ যদি একজনও হন, তিনি চাইলে নগরিকদের পক্ষে কথা বলতে পারেন৷''

তবে এই সংসদকে হুকুমের সংসদ মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)৷ তারা মনে করে এখানে একটি কৃত্রিম বিরোধী দল তৈরি করা হয়েছে৷ প্রতিষ্ঠানটির প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার নিজের লজ্জা ঢাকতেই সংসদে একটি বিরোধী দল তৈরি করেছে৷ কিন্তু বিরোধী দল তৈরি করা যায়না৷ তাই এটা হয়েছে কৃত্রিম বিরোধী দল৷''

এমন বিরোধী দল কিভাবে সংসদ প্রাণবন্ত করে তুলবে, কিভাবেই বা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে, সে বিষয়েও শংকার কথা জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য