‘এলভিস বিয়ে'
২৫ অক্টোবর ২০১৫লাস ভেগাস হল ক্যাসিনোর শহর৷ কিন্তু সেখানে নানা ধরনের চ্যাপেল আছে, আর সেই সব চ্যাপেলে অতি সহজে - এবং কম সময়ে - বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায়, এটা সবাই জানে৷ এমনকি সুবিখ্যাত ‘ফ্রেন্ডস' সিটকমেও একটি এপিসোড ছিল, যেখানে ব়্যাচেল আর রস ঐ লাস ভেগাসেই...
মার্কিন মুলুকের আরেকটি হুজুগ হল এলভিস ইমপার্সোনেশন বা এলভিসের নকল করে গাওয়া৷ শুধু গাওয়াই নয়, সেই সঙ্গে এলভিসের মতো সাজগোজ করা৷ গেল্ড লেম বা জরির শেকল বসানো জামাকাপড়, বেলবটম প্যান্ট, জাম্পস্যুট, চুলে টেরি, নাকে কালো চশমা, সেকুইন, শেড, আরো কতো কি৷ হাতের গিটারটি ভুললেও চলবে না৷ তারপর এলভিসের মতো কোমর বেঁকিয়ে গাইতে হবে, ‘লাভ মি টেন্ডার' বা ‘হার্টব্রেক হোটেল' কিংবা অন্য কোনো হিট৷
লাস ভেগাস, বিয়ে আর এলভিসের নকল, এই তিনটে মিলিয়েই ‘এলভিস বিয়ে', যার নাকি এখন লাস ভেগাসে খুব চল৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র খবর অনুযায়ী লাস ভেগাসে দিনে শ'দুয়েক এই ধরনের ‘এলভিস বিয়ে' সম্পন্ন হয়৷ আজকাল নাকি গিটার হাতে করে যিনি এলভিসের নকল করেন, তিনিই বর-কনে'কে ‘মন্ত্রপাঠ' করান! আরো বাড়াবাড়ি করতে হলে বর-কনে এলভিসের গানের লিরিক থেকে নেওয়া ‘হাঙ্কা-হাঙ্কা বার্নিং লাভ' গোত্রীয় শপথ নিতে পারেন৷ ওদিকে এলভিসের ১৯৬১ সালের হিট ‘আই কান্ট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ' তো বিয়ের মিউজিক হিসেবে মেন্ডেলসনের ওয়েডিং মার্চকেও পিছনে ফেলে দিতে চলেছে৷
এলভিস বিয়ে কিন্তু প্রথাগত বিয়ের চেয়ে কোনো অংশে কম সিরিয়াস নয়৷ স্বয়ং জন বন জোভি'র মতো প্রখ্যাত পপ গায়ক বিয়ে করেছেন এলভিস স্টাইলে, দশম ও বিংশতিতম বিবাহবার্ষিকীতে নতুন করে অঙ্গীকার করেছেন - এলভিস স্টাইলে৷ প্রথম এলভিস বিয়ে হয় ১৯৮২ সালে, এলভিস মারা যাওয়ার মাত্র পাঁচ বছর পরে৷ সেটাও হয়েছিল এলভিসের নিজের বাড়ি গ্রেসল্যান্ডের চ্যাপেলে৷ ওদিকে এলভিসের নিজের বিয়ে হয়েছিল ১৯৬৭ সালে, এবং ১৯৭৩-এর বেশি টেকেনি৷
তা সত্ত্বেও এলভিস পাগল মানুষজন আজও লাস ভেগাসে ছুটে যাচ্ছেন এলভিসের কায়দায় বিয়ে করতে৷ একমাত্র প্রশ্ন হল: কোন এলভিস? হাওয়াইয়ান এলভিস, লেদার (মানে চামড়ার ড্রেস পরা) এলভিস, ডু-ওয়প ডাইনার এলভিস নাকি গোলাপি ক্যাডিলাক গাড়ি চড়া এলভিস?
এসি/জেডএইচ (ডিপিএ)