1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ায় ঘূর্ণিঝড়ের সঙ্গে যুক্ত হয়েছে ভূমিকম্প

১১ আগস্ট ২০০৯

ভূমিকম্প ঘটেছে ভারত মহাসাগরে এবং জাপানের কাছে৷ উভয় ক্ষেত্রেই প্রাথমিক সুনামি সতর্কতা পরে প্রত্যাহার করা হয়েছে৷ অপরদিকে দৌরাত্ম্য চালাচ্ছে ঘূর্ণিঝড় মোরাকোট এবং এটাউ৷

https://p.dw.com/p/J7MP
মোরাকোট প্লাবন এনেছে চীনেছবি: AP

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ২৬০ কিলোমিটার উত্তরে, ভূত্বকের প্রায় ৩৩ কিলোমিটার নীচে ছিল ভারত মহাসাগরের ভূকম্পনটি৷ মার্কিন জিওলজিকাল সার্ভের হিসেব অনুযায়ী তার শক্তি ছিল ৭.৬৷ খুবই বড় ধরণের ভূমিকম্প, অথচ ২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রার উপকুলে যে ভূমিকম্প আফ্রিকা মহাদেশ অবধি সুনামি ঘটায় এবং দু’লক্ষের বেশী মানুষের প্রাণ নেয়, তার তুলনায় কিছুই নয় - বলছে ইউএসজিএস৷ সাবধানের মার নেই, তা’ই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এবার সঙ্গে সঙ্গে ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশকে সাবধান করে দিয়েছিল৷ ভাগ্যবশত এবার কোনো ছোট কি বড় সুনামি ঘটেনি৷

জাপানের দুর্দিন

সপ্তাহান্ত থেকেই জাপানে মাটি কাঁপার পালা৷ রবিবারে মধ্য জাপানে ভূমিকম্পের পর মঙ্গলবার সকালে টোকিও’র ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরে ভূত্বকের প্রায় ২৭ কিলোমিটার নীচে একটি ৬.৪ শক্তির ভূমিকম্প ঘটেছে, যার ফলে ৪৩ জন মানুষ আহত হয়েছে৷ কোথাও মাটি ধ্বসেছে, কোথাও একটি আণবিক চুল্লী বন্ধ করে দিতে হয়েছে, এবং উচ্চগতির বুলেট ট্রেনগুলিও চালানো যায়নি৷ ভূমিকম্পটির ফলে নাকি সাগরে একটি দু’ফুট উচ্চতার সুনামি পরিলক্ষিত হয়৷ - ওদিকে এটাউ ঘূর্ণিঝড় জাপানের উপকুল ধরে উত্তর-পূর্বে এগোচ্ছে৷ এটাউ জাপানের মাটি ছোঁবে না বটে, কিন্তু ঝোড়ো বাতাস এবং বিপুল বৃষ্টি আনবে৷

মোরাকোট

তাইওয়ান দাম গুণছে মোরাকোট ঘূর্ণিঝড়ের - আর চীন আপাতত তার দাম দিচ্ছে৷ মোরাকোটের দরুণ প্রবল বৃষ্টির ফলে ধ্বস নেমে চাপা পড়েছে ছ’সাতটি চারতলা বাড়ি, চীনের শেজিয়াং প্রদেশের পেংক্সি শহরে৷ কতোজন বাসিন্দা এখনও চাপা পড়ে, তা জানা নেই৷ তাইওয়ানে রবিবার সকালে অনুরূপভাবে চাপা পড়ে দক্ষিণ তাইওয়ানের একটি প্রত্যন্ত গ্রাম, নাম শিয়াও লিন৷ গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে যায়৷ এখনও চাপা পড়া মানুষদের খোঁজ চলেছে, কেননা পুলিশের হিসেবে গ্রামটির ৪০০ বাসিন্দা এখনও নিখোঁজ৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই