ওয়াইনহাউসের মৃত্যু রহস্য এখনও ঘোলাটে
২৪ জুলাই ২০১১গত শনিবার লন্ডনের বাসা থেকে এই সংগীত তারকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ এক প্রতিবেশী সংবাদ মাধ্যমকে জানান যে, তিনি শনিবার সকালে ওই বাড়ি থেকে চিৎকার শুনেছেন৷ তবে সেখানে কী ঘটেছিল তা নিয়ে এখনও রয়েছে ধুম্রজাল৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে প্রাণ হারিয়েছেন অ্যামি ওয়াইনহাউস৷ তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোন কিছু নিশ্চিত করা হয়নি৷ লন্ডনের পুলিশ জানিয়েছে, আগামীকাল সোমবার ওয়াইনহাউসের লাশের ময়না তদন্ত হবে৷ তারপরই তাঁর মৃত্যুর কারণ জানানো হবে, তার আগে কোন কিছু ধারণা করা যাচ্ছে না৷
তবে মদ আর মাদক, এই দুই ওয়াইনহাউসের জীবনের সঙ্গে জড়িয়ে আছে৷ মাত্র ২৭ বছর বয়সে এই সংগীত তারকার জীবনাবসান কেউই আশা করেনি৷ কিন্তু একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েও যেন হুঁশ ফিরে পাননি পাঁচটি গ্র্যামি বিজয়ী এই তারকা৷ গত জুন মাসে সার্বিয়াতে এক কনসার্টে মাতলামির কারণে স্টেজ থেকেই নেমে যেতে হয়েছিল ওয়াইনহাউসকে৷ এরপর ১২ দিনের ইউরোপ কনসার্ট বাতিল করেন তিনি৷ এরপর মাত্র একদিন জনসম্মুখে আসেন তিনি৷ তারপর শনিবারই ছিল তাঁর জীবনের শেষ দিন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই