কপ: বিশ্ব বাঁচানোর আসর
দুই ডিসেম্বর থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ২৫৷ এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন শহরে ২৬ বার হয়েছে এই আয়োজন৷
প্রতি বছরের আয়োজন
কনফারেন্স অফ দ্য পার্টিজ, সংক্ষেপে কপ৷ ‘জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ (ইউএনএফসিসি) কাঠামোর আওতায় প্রতিবছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সেখানে বিশ্বের নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতিগত সিদ্ধান্ত নেন৷
বার্লিন থেকে বন
১৯৯৫ সালে প্রথম জলবায়ু সম্মেলনের আসরটি বসেছিল জার্মানির রাজধানী বার্লিনে৷ এরপর এখন পর্যন্ত পাঁচবার এই আয়োজন করেছে জার্মানি৷ শুরুরটি ছাড়া বাকি চারটিরই আয়োজক শহর বন৷
এশিয়া: কিয়োটো থেকে দোহা
এখন পর্যন্ত এশিয়ায় চারবার জলবায়ু সম্মেলন হয়েছে৷ ১৯৯৭ সালে কপ তিন-এর আয়োজন হয় জাপানের কিয়োটোতে৷ ২০০২ সালে ভারতের নয়া দিল্লিতে কপ আট, ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে হয় কপ ১৮৷
ইউরোপ সর্বোচ্চ
এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ বার জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে ইউরোপের শহরগুলো৷ জার্মানি ছাড়াও সুইজারল্যান্ডের জেনেভা, ইটালির মিলান, পোল্যান্ডের পোজনান, ওয়ারশ , কাটোভিৎসে, ডেনমার্কের কোপেনহাগেন ও ফ্রান্সের প্যারিসে হয়েছে কপ-এর আসর৷
দক্ষিণ অ্যামেরিকায় তিনবার
১৯৯৮ ও ২০০৪ সালে জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস৷ ২০১৪ সালের আয়োজনটি হয়েছে পেরুর লিমাতে৷
উত্তর অ্যামেরিকায় দুই আয়োজন
উত্তর অ্যামেরিকার দেশগুলোর মধ্যে এই আয়োজন হয়েছে কেবল দু’টি শহরে৷ ২০০৫ সালে ক্যানাডার মনট্রিলে ১১ তম আর ২০১০ সালে মেক্সিকোর কানকুনে কপ-এর ১৬ তম আসর বসে৷
আফ্রিকায় মারাক্কেশের ‘হ্যাটট্রিক’
আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কোর মারাক্কেশে তিনবার এই সম্মেলন আয়োজন করা হয়৷ সবশেষটি ছিল ২০১৬ সালে৷ এছাড়া ২০০৬ সালে কেনিয়ার নাইরোবিতে কপ ১২ আর ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে কপ ১৭ অনুষ্ঠিত হয়৷
এবার মাদ্রিদ
জলবায়ু সম্মেলনের এবারের আসরটি বসছে এমন এক সময়ে যখন ইউরোপ এক বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের বৈরি আবহাওয়ার সবগুলো রূপই প্রত্যক্ষ করেছে৷ স্পেনের মাদ্রিদে কপ ২৫ তাই বিশেষ গুরুত্বই পাচ্ছে৷ ২০২০ সালের মধ্যে ‘ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ তৈরি এবং কার্বন নিঃসরণ হ্রাসে প্যারিস চুক্তির সিদ্ধান্ত বাস্তবায়ন এবারের সম্মেলনের মূল বিষয়৷