1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকালে হাসিখুশি জীবনের জন্য চিয়ারলিডার

৮ জানুয়ারি ২০২১

করোনা সংক্রমণ রেকর্ড হারে বেড়ে যাওয়ায় ৮ জানুয়ারি থেকে জাপানে জরুরি অবস্থা জারি হয়েছে৷ কিন্তু সেখানকার চিয়ারলিডাররা এই অবস্থার মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করতে অন্যরকম পরিকল্পনা নিয়েছেন৷

https://p.dw.com/p/3nfg4
টোকিওর রাস্তায় চিয়ারলিডাররাছবি: Kim Kyung-Hoon/Reuters

শিম্বাশি স্টেশনের সামনে দাঁড়িয়ে চারজন চিয়ার লিডার চিৎকার করছেন, ‘‘এগিয়ে চলো, লড়াই করো!’’ ফেস শিল্ড পরে হাতের সোনালি পমপম দুলিয়ে সবাইকে এগিয়ে চলার বার্তা দিচ্ছেন চিয়ার লিডাররা৷ তাদের দেখে অনেকেই হয়ত কিছু সময়ের জন্য থমকে যান, কেউ হাসেন, কেউ ভিডিও বা ছবি তোলেন৷ আবার যাদের তাড়া আছে, তারা চলে যান৷

জাপানের রাজধানী টোকিওতে এমন দৃশ্যের দেখা মেলে প্রায়ই৷ তবে, জাপানে রেকর্ড হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে জরুরি অবস্থা জারি করেছে দেশটি৷

চিয়ারলিডার গ্রুপের প্রধান কুমি আসাজুমা জানালেন, গত ১০ বছর ধরে এই চিয়ার লিডাররা সকালে উদ্বুদ্ধ করেন ট্রেন যাত্রীদের৷ তবে করোনাকালে তাদের মিশন ভিন্ন মাত্রা পেয়েছে৷ করোনাকালে অনেক মানুষ  স্বজন হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন৷ এ কারণে চিয়ারলিডারদের কাজটা আরো কঠিন হয়ে পড়েছে৷ তা সত্ত্বেও তারা চেষ্টা করছেন সবার মুখে হাসি ফোটাতে৷ এর ফলে মানুষের মনে যদি কিছুটা আশার আলোর সঞ্চার হয়, সেটাও তাদের জন্য বড় পাওয়া৷

Japan I COVID-19 I Cheerleader muntern Passanten in Tokio auf
টোকিওর রাস্তায় চিয়ারলিডাররাছবি: Kim Kyung-Hoon/Reuters

জরুরি অবস্থা জারির পর থেকে তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে৷ সেখানে অনেক ভিডিও পোস্ট করবেন তারা৷

শিম্বাশি রেলস্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তোমোকো সুদানুমা৷ তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বললেন,  চিয়ারলিডাররা এই সংকটময় পরিস্থিতিতে যা করছেন, তা সত্যিই দারুণ৷ তিনি জানালেন, জরুরি অবস্থায় হোম অফিস করবেন আর চিয়ারলিডারদের ভিডিও দেখে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করবেন৷

এপিবি/এসিবি (রয়টার্স)