করোনাকে গুরুত্ব দিয়ে গির্জায় গির্জায় প্রার্থনা
মানুষকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে বিভিন্ন দেশ৷ ফলে গির্জাতেও ভীড় নেই৷ তবে নানাভাবে চলছে 'নিরাপদ' প্রার্থনা...
একা এক ভক্ত শিশু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক গির্জায় কনুইয়ে মুখ ঢেকে প্রার্থনায় মগ্ন এক শিশু৷
গাড়ি থেকে প্রার্থনা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক ক্যাথলিক চার্চের বাইরে বসে ভক্তদের প্রার্থনা করাচ্ছেন রেভারেন্ড স্কট হোমার৷ সারিবদ্ধ গাড়ির ভেতর থেকেই চলছে প্রার্থনা৷
পুরো গির্জায় মাত্র একজন
সেনেগালের রাজধানী ডাকারের এই চার্চেও কোনো ভীড় নেই৷ প্রার্থনা করছেন মাত্র একজন৷
মানুষের বদলে ছবি
ব্রাজিলের এই গির্জা থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রার্থনানুষ্ঠান৷ প্রার্থনাস্থলের সব আসনে শোভা পাচ্ছে যীশুভক্তদের ছবি৷ সারি সারি ছবির মাঝে দাঁড়িয়ে আছেন পাদ্রী৷
প্রার্থনার আগে হাত জীবাণুমুক্ত করুন
নাইজেরিয়ার এক গির্জার সামনে স্যানিটাইজার হাতে দাঁড়িয়ে আছেন একজন৷ হাত জীবাণুমুক্ত না করে ভেতরে ঢোকা বারণ৷
পোপের ভার্চুয়াল আলিঙ্গন
ভ্যাটিকানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভক্তদের প্রার্থনা করাচ্ছেন পোপ ফ্রান্সিস৷ প্রার্থনা শেষে ভক্তদের সঙ্গে আলিঙ্গন করতেও ভোলেননি৷ তবে আলিঙ্গন করেছেন কাচের এপার থেকেই৷ ভার্চুয়াল আলিঙ্গন!
প্রার্থনার ফেসবুক লাইভ
ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার এক গির্জার প্রার্থনায় অংশ নিয়েছেন অসংখ্য ভক্ত৷ তবে ভক্তরা ছিলেন বাইরে৷ ফেসবুক লাইভেই প্রার্থনা সেরেছেন তারা৷