করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকর হাসপাতালে
২ এপ্রিল ২০২১মুম্বইয়ে এখন করোনার প্রকোপ আবার খুবই বাড়ছে। প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না ক্রিকেট ও বলিউড তারকারাও। শচীন টেন্ডুলকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে। আলিয়া ভাট জানিয়েছেন, তিনিও করোনায় আক্রান্ত। তবে তিনি বাড়িতেই নিভৃতবাস করছেন। কিছুদিন আগেই করোনা হয়েছিল রণবীর কাপুর, আমির খান, সঞ্জয় লীলা ভনসালীর।
সম্প্রতি প্রবীণ ক্রিকেটারদের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন শচীন সহ ভারতের প্রবীণ ক্রিকেটাররা।
টুইটসেই টিমের চারজন করোনায় আক্রান্ত হলেন। শচীন, ইউসুফ এবং ইরফান পাঠান এবং বদ্রীনাথ। শচীন শুক্রবার টুইট করে বলেছেন, চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশা, খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন। দশ বছর আগে আজকের দিনে ভারত যে বিশ্বকাপ জিতেছিল, সেটাও মনে করিয়ে দিয়েছেন ৪৭ বছর বয়সী এই ক্রিকেটার।
শচীনের টুইটের পরেই নেটমাধ্যমে তার আরোগ্যকামনা করে শুভেচ্ছার বন্যা বইছে। তার সমর্থকদের আশা, খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এই মাস্টার ব্লাস্টার।
জিএইচ/এসজি (পিটিআই)