1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বাড়তে পারে আর্থিক প্রতারণা, বিশেষ ব্যবস্থা ইউরোপে

৭ জুন ২০২০

আর্থিক দুর্নীতি ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ বাহিনী ইউরোপোল একটি বিশেষ ইউনিট তৈরি করেছে৷ করোনার অর্থনৈতিক সংকট কাটাতে অনেকে অর্থ পাচার ও প্রতারণার আশ্রয় নিতে পারেন বলে তাদের ধারণা৷

https://p.dw.com/p/3dO9p
Deutschland Euro Geldscheine
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

গেল শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন একটি তদন্তকারী ইউনিট তৈরি করেছে৷ করোনার কারণে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তা আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করে আঞ্চলিক জোটটি৷ 

ইউরোপের অর্থনৈতিক অপরাধ কেন্দ্র বা ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকনোমিক ক্রাইম সেন্টার জোটের পুলিশ বাহিনী ইউরোপোলের সঙ্গে কাজ করবে৷

এ বিষয়ে ইউরোপোলের প্রধান ক্যাথরিন দ্য বোলে বলেন, ‘‘কোভিড-১৯ আমাদের অর্থনীতিকে দূর্বল করে দিয়েছে এবং এতে করে অপরাধ প্রবণতা তৈরি আশঙ্কা তৈরি হয়েছে৷’’

টুইটারে ইউরোপোলের পক্ষ থেকে লেখা হয়, ‘‘গন্তব্যে অর্থ পৌঁছানো পর্যন্ত আমাদের লেনদেনগুলো খতিয়ে দেখতে হবে এবং অপরাধীদের কাছ থেকে একে দূরে রাখতে হবে৷’’

ইউরোপোল জানিয়েছে, নির্মাণ খাত, হোটেল, ভ্রমণ ও পর্যটন খাতে অপরাধের ঝুঁকি সবচেয়ে বেশি৷

চিকিৎসা সরঞ্জামেও সমস্যা হবার ঝুঁকির কথা বলছেন তারা৷

বিশেষ ইউনিটটিতে ২৭টি ইইউ সদস্য দেশ থেকে ৬৫ জন বিশ্লেষক থাকবেন৷ তারা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করবেন৷

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

৬ মের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান