1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় অবৈধভাবে আসা ২১ বাংলাদেশিকে ঘিরে প্রশ্ন

১৭ ডিসেম্বর ২০২১

কলকাতায় এসে মানবপাচার চক্রের হোতাকে ধরেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ এক খারিজি মাদ্রাসায় চোখের আড়ালে মানবপাচারের কাজ চলতো বলে তদন্তে উঠে আসছে৷

https://p.dw.com/p/44QEh
ছবির ডানের বাড়িটি থেকে ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশছবি: Subrata Goswami/DW

কলকাতার আনন্দপুর থানা এলাকায় ১২ ডিসেম্বর ধরা পড়ে  এক মানবপাচার চক্রের পান্ডা৷ পুলিশের দেয়া তথ্য অনুযায়ী তিনি একজন বাংলাদেশি, নাম মাহফুজুর রহমান৷

উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা উত্তর পঞ্চান্নগ্রামের গুলশান কলোনিতে অভিযান চালায়৷ কলকাতা পুলিশ ও আনন্দপুর থানার সহযোগিতায় তারা একটি অধুনালুপ্ত মাদ্রাসায় হানা দিয়ে ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে৷ মাহফুজুরকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে গিয়েছে সেখানকার পুলিশ৷

সুরক্ষা নিয়ে উদ্বেগ

পুলিশ জানাচ্ছে, যে জায়গা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, লকডাউনের আগে সেখানে একটি খারিজি মাদ্রাসা চালু ছিল৷ পুলিশের দাবি, বছর দেড়েক ধরে মাহফুজুরের পরিকল্পনায় মানবপাচার চলছিল৷ মাহফুজুরের সঙ্গে পাকিস্তানের যোগাযাগ ছিল বলেও দাবি উত্তরপ্রদেশ পুলিশের৷ মাহফুজুর বাংলাদেশ থেকে চাকরিপ্রার্থী তরুণদের অবৈধভাবে ভারতে নিয়ে আসে৷ কারো কাছেই বৈধ নথিপত্র থাকে না৷ ওই ঘিঞ্জি এলাকায় মূলত অবাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের বাস৷ বাংলাদেশিদের সেখানে হিন্দি ভাষা শেখানো হতো৷ সেখান থেকে এক সময় তাদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়া হয়৷ এর বিনিময়ে মাহফুজুর মোটা অঙ্কের টাকা আয় করেন অভিযোগ। এই পাচার চক্রে তার সঙ্গে আর কে কে আছে, তার খোঁজ চলছে৷

এটা পুলিশের ব্যর্থতা নিশ্চয়ই: সন্ধি মুখোপাধ্যায়

‘পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে অনেক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব’

খোদ কলকাতার বুকে বিদেশি নাগরিকের তৎপরতায় কীভাবে দিনের পর দিন চলে মানবপাচার? এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা পুলিশের ব্যর্থতা নিশ্চয়ই। এখন পুলিশের হাতে যে পরিকাঠামো রয়েছে, তা দিয়ে এ ধরনের অপরাধ রোখা সম্ভব।” তা হলে কি পুলিশে দক্ষতার অভাব? অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার জবাব, ‘‘এর পিছনে রয়েছে রাজনীতি৷ প্রশাসন পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে অনেক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব৷ এই লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে৷ কিন্তু কোনো রাজ্যের সরকার তা কার্যকর করে না৷’’

অনুমোদিত মাদ্রাসা ৬১৪টি,  অননুমোদিত চার হাজার

এই ঘটনার পর ফের খারিজি মাদ্রাসা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ ভারতের সংবিধান সংখ্যালঘুদের স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও শিক্ষাদানের অধিকার দিয়েছে৷ তাই অনেক মাদ্রাসা সরকারি অনুমোদন ও অনুদান ছাড়া চলে৷ পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসার সংখ্যা প্রায় সাড়ে চার হাজার৷ ৬১৪টি মাদ্রাসা সরকারি অনুমোদন ও অনুদানপ্রাপ্ত৷ বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর যে জঙ্গি মডিউলের খোঁজ মিলেছিল, তার অন্যতম কেন্দ্র ছিল শিমুলিয়া মাদ্রাসা৷ এ ধরনের প্রতিষ্ঠানে শিক্ষার আড়ালে দেশবিরোধী কাজ হয়- এমন অভিযোগ বিভিন্ন সময় উঠেছে৷ এ প্রসঙ্গে পদ্মশ্রী সম্মানে ভূষিত সমাজকর্মী, শিক্ষক কাজি মাসুম আখতারের মন্তব্য, ‘‘খারিজি মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হয় না৷ মূলত ধর্মাশ্রিত শিক্ষা দেওয়া হয়৷ এখানে যারা পড়ে, তাদের যুক্তিবাদী চিন্তা-চেতনা না থাকায় সহজে প্ররোচিত করা যায়৷’’

মাসুম আখতার জানান, এক মাদ্রাসায় শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাওয়াতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছিলেন, ‘‘মেটিয়াবুরুজের একটি মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়ানোর চেষ্টা করায় আমার জীবন বিপন্ন হয়ে পড়েছিল৷ আমি এককভাবে লড়াই চালিয়েছি৷ বাংলার তথাকথিত অসাম্প্রদায়িক, মুক্তমনা বুদ্ধিজীবীদের কেউ আমার পাশে দাঁড়াননি৷ কারো মাদ্রাসার সংস্কার নিয়ে মাথাব্যথা নেই৷’’

মাদ্রাসা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন আধিকারিক বলেন, ‘‘এরকম কিছু কিছু মাদ্রাসা গড়ে ওঠে৷ আমরা কিছু জানি না৷ বলতেও পারবো না৷ মাদ্রাসা বোর্ড খারিজি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করে না৷ তাই এই প্রতিষ্ঠানগুলি নিয়ে কোনো তথ্য নেই বোর্ডের কাছে৷’’

নিয়ন্ত্রণের প্রয়োজন নিয়ে রাজ্যের প্রাক্তন মাদ্রাসা শিক্ষা মন্ত্রী আব্দুস সাত্তার ডয়চে ভেলেকে বলেন, ‘‘খারাপ মানুষ যে কোনো জায়গাতেই খারাপ কাজ করতে পারে৷ সেজন্য খারিজি মাদ্রাসার দিকে আঙুল তোলা উচিত নয়৷ সরকারি অনুমোদন না-ই থাকতে পারে৷ বিষয়টা আইন-শৃঙ্খলার যখন, তখন সরকারের নজরদারি নিশ্চয়ই আছে৷’’

‘জাতীয় সংগীত গাওয়ানোর চেষ্টায় আমার জীবন বিপন্ন হয়ে পড়েছিল’

প্রশ্ন যখন নিরাপত্তায়?

 মানবাধিকার কর্মী, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র মনে করেন এ ধরনের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা দেখা দেয়া স্বাভাবিক এবং তা দূর করায় প্রশাসনের দ্রুত উদ্যোগী হওয়া উচিত, ‘‘আমাদের সুরক্ষিত থাকার অধিকার আছে। পুলিশ-প্রশাসন সজাগ না থাকলে সেই অধিকার রক্ষিত হবে না৷’’

পশ্চিমবঙ্গে অবৈধভাবে আসা বিদেশি নাগরিক ধরা পড়া নতুন ঘটনা নয়৷ ধরা পড়লেই এর দায় রাজ্য প্রশাসনের, নাকি কেন্দ্রের, রাজ্য পুলিশের, নাকি বিএসএফের- এসব প্রশ্নে মূল ঘটনা আড়ালে চলে যায়  বলে মনে করেন সাংবাদিক শুভাশিস মৈত্র৷ তিনি বলেন, ‘‘একটা এলাকায় অপরিচিত কিছু মানু্য বসবাস করলে, তাদের চিহ্নিত করা কঠিন কাজ নয়৷ তবে এটাকে যেমন শুধু পুলিশি অদক্ষতা বলা যায় না, তেমনি পুরো দোষ বিএসএফ-এর ঘাড়ে দিয়েও লাভ নেই৷ আমাদের সীমান্ত এত দীর্ঘ যে নিশ্ছিদ্র নজরদারি চালানো কঠিন৷ তাছাড়া মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে৷ সেখান থেকে এত তরুণ এ দেশে কেন এলেন, সেটাও খতিয়ে দেখা দরকার৷’’

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান