কান্ট্রি মিউজিক
১৫ মে ২০১২জীবনের কথাগুলো সহজ করে জানিয়ে দেন কান্ট্রি মিউজিকের গায়করা৷ কেনি রজার্স তাঁদেরই একজন৷ জন্ম তাঁর ১৯৩৮ সালে, অ্যামেরিকার টেক্সাসে৷ টিনএজ বয়স থেকেই গানের সঙ্গে তাঁর সখ্যতা৷ সেটা চলছে এখনো৷ শুরু করেছিলেন ব্যান্ড দলের সঙ্গে৷ তবে জনপ্রিয়তা বেশি পেয়েছেন এককভাবে গান গেয়ে৷ মাঝেমধ্যে বিভিন্নজনের সঙ্গে মিশেও গান করেছেন৷ যেমন আরেক তারকা লিওনেল রিচি৷ তাঁর লেখা বিখ্যাত গান ‘লেডি' গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন কেনি রজার্স৷
‘ইউএসএ টুডে' ও ‘পিপল' ম্যাগাজিনের জরিপে সর্বকালের সেরা জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে বিবেচিত হয়েছেন কেনি রজার্স৷ তাঁর দু'টো অ্যালবাম-- ‘দ্য গ্যাম্বলার' আর ‘কেনি'-- কান্ট্রি মিউজিকের সর্বকালের সেরা ২০০ অ্যালবামের তালিকায় ঠাঁই করে নিয়েছে৷ কেনির নিজেরও পছন্দ দ্য গ্যাম্বলার অ্যালবামের ‘গ্যাম্বলার' গানটি৷
গ্যাম্বলার গানটি এতোটাই জনপ্রিয়তা পায় যে, পরবর্তীতে টেলিভিশনের জন্য নির্মিত একটি ছবিতে অভিনয় করেন এই তারকা, যার নাম ‘কেনি রজার্স অ্যাজ দ্য গ্যাম্বলার'৷ এছাড়া টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও তাঁকে দেখা গেছে৷
অন্যান্য সংগীত তারকার মতো কেনির বেশিরভাগ গানেও উঠে এসেছে ভালবাসার কথা৷ যেমন ‘শি বিলিভস ইন মি' গানটিতে তিনি এক পুরুষের আত্মতৃপ্তির কথা জানিয়েছেন৷ ভালবাসার মানুষটি তাঁকে বিশ্বাস করে তাই সে পুরুষটি ভীষণ খুশি৷
তবে প্রেম, ভালবাসা যে শুধু মানুষকে আনন্দই দেয় তা নয়৷ তাই এর অন্য দিকটি নিয়েও গান করেছেন কেনি রজার্স৷ তাঁর ‘লুসিলি' গানটিতে তিনি এক নারীর প্রেম নিয়ে প্রতারণার গল্প শুনিয়েছেন৷
নতুন যারা প্রেমে পড়তে যাচ্ছেন তাঁদের জন্য একটা উপদেশমূলক গানও গেয়েছেন কেনি৷ ১৯৮০ সালে রিলিজ পাওয়া তাঁর সেই গানের কথা ‘ডোন্ট ফল ইন লাভ উইথ এ ড্রিমার'৷
ক'দিন আগে কেনি জানিয়েছেন তাঁর নতুন অ্যালবাম নিয়ে কাজ করার কথা৷ এ বছরেই সেটি রিলিজ পাওয়ার কথা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ