কালো টাকা সাদা করা যাবে পুঁজিবাজারে
২৯ জুন ২০১১সংবিধা সংশোধন
সংবিধান সংশোধনের বিষয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘ন্যায্য প্রস্তাব পেলে আবার সংবিধান সংশোধন’৷ বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে সংসদে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মঙ্গলবার রাতে তিনি বলেন, ‘‘সংবিধান সংশোধনী বিল এখন পাস হবে৷ তারপরও ন্যায্য কথা বললে বা সঠিক পরামর্শ দিলে পরে আবার সংবিধান সংশোধন করতে পারব৷ কারণ মহাজোট সরকারের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷’’ এছাড়া দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে শক্তিশালী ইসি চান ব্যবসায়ীরা’৷ ভবিষ্যতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠন৷
কালো টাকা সাদা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মূল শিরোনাম, ‘‘কালো টাকা সাদা হবে পুঁজিবাজারেও’’৷ বিভিন্ন মহলের ‘দাবির' মুখে অর্থমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রকাশ৷ সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘বিভিন্ন মহলের দাবির কারণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে শেয়ার বাজারেও ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হবে’’৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ’৷ পুঁজি বাজারে কালো টাকা বিনিয়োগ ছাড়াও রপ্তানি ও আবাসন উৎসে কর কমছে৷ ২০১১-১২ অর্থবছরের বাজেট অনুমোদন পাবে আজ, বুধবার৷
ক্ষুদ্রঋণ
নোবেল জয়ী অধ্যাপক ইউনূস বলেছেন, ‘‘ক্ষুদ্রঋণ কোন ব্যক্তির সার্টিফিকেটের ওপর নির্ভর করেনা’’৷ ঢাকার একটি হোটেলে মঙ্গলবার ‘সোস্যাল বিজনেস ডে' উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি৷ ইউনূস বলেন, ‘‘গ্রামীণ ব্যাংক একটি সামাজিক ব্যবসা৷ কোন সামাজিক ব্যবসা সফল হবে, আর কোনটি বিফল হবে সেটিও ভবিষ্যত নির্ধারণ করবে’’৷ দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে এই খবর৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: রিয়াজুল ইসলাম