1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরের মাথায় থাকবে ক্যামেরা?

১ মে ২০১৮

একটি জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানি সামরিক বাহিনীর কুকুরদের মাথায় ওয়্যারলেস ক্যামেরা বসানোর ব্যবস্থা করেছে৷ দৃশ্যত ওসামা বিন লাদেনকে হত্যার সময় এ ধরনের একটি প্রণালী ব্যবহার করা হয়েছিল৷

https://p.dw.com/p/2wx9n
ছবি: picture-alliance/dpa/M. Gambarini

‘ডি ভেল্ট' পত্রিকার বিবরণ অনুযায়ী, আখেনের পিথ্রি কোম্পানি বার্লিন এয়ার শো'তে এই উন্নত ধরনের ক্যামেরা প্রণালীটি প্রদর্শন করেছে৷ আশা করা হচ্ছে, জার্মান সামরিক বাহিনী ‘বুন্ডেসভের'-এর কুকুরগুলির মাথায় ও গলায় এ ধরনের ক্যামেরা বসানো হবে৷

পুরো প্রণালীটির ওজন পাঁচ কিলোগ্রাম; তাতে একটি ক্যামেরা, ব্যাটারি এবং ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিটার ছাড়া একটি রেডিও প্রণালী বসানো আছে, যার মাধ্যমে কুকুরটিকে নির্দেশ দেওয়া সম্ভব হবে৷ বার্লিন বিমান প্রদর্শনীতে এ ধরনের যে প্রণালীটি দেখানো হয়, তার ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা কুকুরটির চারপাশের দৃশ্য তুলতে ও পাঠাতে সক্ষম৷ পিথ্রি কোম্পানির অপরাপর প্রণালীতে থার্মাল ইমেজিং বা ইনফ্রারেড ক্যামেরারও ব্যবস্থা আছে৷ এ সব পণ্য ‘‘রণাঙ্গণে সৈন্যদের সাহায্য করার জন্য,'' পিথ্রি এভিয়েশন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কাই রাহনেনফ্যুরার ‘ডি ভেল্ট' পত্রিকাকে বলেছেন৷

‘হিজ মাস্টার্স ভয়েস'

 কুকুরের গলায় বাঁধা প্রণালীর রেডিও এক কিলোমিটার দূরত্ব অবধি বেতার সংকেত পাঠাতে বা রিসিভ করতে পারে৷ এর ফলে কুকুরটির কন্ট্রোলার দূর থেকে তাঁর চতুষ্পদ সহযোগীকে নির্দেশ দিতে পারেন৷

বুন্ডেসভের ছাড়া পুলিশ বাহিনী ও অপরাপর বেসামরিক গ্রাহকও প্রণালীটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন বলে পিথ্রি জানিয়েছে৷

২০১১ সালের পর থেকে ক্যানাডার কে-নাইন স্টর্ম ইনকর্পোরেটেড কোম্পানি বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার ডলার মূল্যের একটি ক্যামেরাযুক্ত, বুলেটপ্রুফ ‘সারমেয় বর্ম' সরবরাহ করে আসছে৷ মার্কিন নেভি সিলদের যে অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন, তাতে এই ‘ইন্ট্রুডার' প্রণালী ব্যবহার করা হয়েছিল বলে প্রকাশ৷ বর্মটি নয় মিলিমিটার ও পয়েন্ট ফোর-ফাইভ ম্যাগনাম হ্যান্ডগান থেকে নিক্ষিপ্ত বুলেট আটকাতে সক্ষমবলে দাবি করা হয়েছে৷

২০১৬ সালে হনিওয়েল নামের আন্তর্জাতিক সংস্থাটি অনুরূপ একটি সারমেয় ক্যামেরা প্রণালী বাজারে ছাড়ে, যাতে নাকি নেভিগেশনের জন্য রাডার পর্যন্ত লাগানো ছিল৷ এক্ষেত্রে কুকুরদের নির্দেশ দেওয়ার জন্য একটি ‘বাজার' লাগানো ছিল: প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররা সেই ‘বাজ' শুনে বুঝত, তাদের কি করণীয়৷

২০১৫ সালে সের্বেরাস নামের একটি মার্কিন সংস্থা কুকুরের গায়ে বাঁধার মতো ক্যামেরা প্রণালী বাজারে আনে, যার ক্যামেরা বেতার সংকেত দিয়ে সচল করা যেতো৷

জার্মান সামরিক বাহিনী নানা কাজে  কুকুরদের ব্যবহার করে থাকে: যেমন রণাঙ্গণে সৈন্যদের সাহায্য করার জন্য কুকুরদের হেলিকপ্টার থেকে নামিয়ে দেয়া হয়৷ বিস্ফোরক ও মাদকের অনুসন্ধানে কুকুরদের ব্যবহার করা হয়৷ এছাড়া মাইনবোমার খোঁজ ও সৈন্যদের পিটিএসডি অসুখের চিকিৎসার জন্যও বুন্ডেসভের কুকুরদের নিয়োগ করে থাকে৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান