1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হত্যা করতে চাননি, দাবি ব্রিটিশ পুলিশ কর্মকর্তার

১৬ অক্টোবর ২০২৪

যুক্তরাজ্যের লন্ডনে দুই বছর আগে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার অভিযোগে আদালতে বিচার চলছে এক পুলিশ কর্মকর্তার৷ মঙ্গলবার ঐ ব্রিটিশ কর্মকর্তা বলেছেন, তিনি ‘হত্যার উদ্দেশ্য নিয়ে গুলি করেননি৷'

https://p.dw.com/p/4lrpf
ব্রিটিশ পুলিশের একটি গাড়ি
তদন্তকারীরা জানিয়েছেন, কাবা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তা মার্টিন ব্লেক গাড়ির সামনের কাচ ভেদ করে গুলি করেনছবি: AFP/B. Stansall

২০২২ সালের ৫ সেপ্টেম্বর লন্ডনে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নিরস্ত্র ক্রিস কাবা৷ এ সপ্তাহে সেই ঘটনার বিচারের শুনানি শুরু হয়েছে৷

দু'বছর আগে দক্ষিণ লন্ডনের স্ট্রেথামে ২৪ বছর বয়সী কাবার গাড়িটি পুলিশ থামায়৷ এই গাড়ি আগের রাতে ঘটে যাওয়া আরেকটি গুলির ঘটনার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছিল৷

তদন্তকারীরা জানিয়েছেন, কাবা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তা মার্টিন ব্লেক গাড়ির সামনের কাচ ভেদ করে গুলি করেন৷

লন্ডনের ওল্ড বেইলি কোর্টে প্রসিকিউটর টম লিটল যুক্তি দিয়েছেন, ব্লেকের গুলি চালানোর সিদ্ধান্ত ‘যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত ছিল না৷'

৪০ বছর বয়সী ব্লেক হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মনে করেছিলেন তার সহকর্মীদের ওপর ‘তাত্ক্ষণিক হুমকি' ছিল৷ তাদের ওপর কাবা গাড়ি চালিয়ে দিতে পারেন৷ তবে তিনি কাবাকে হত্যা করতে নয়, বরং আহত করতে চেয়েছিলেন৷

লিটল প্রশ্ন তোলেন, শব্দের চেয়েও দ্রুত গতিতে চলা গুলিতে শুধু ‘সামান্য ক্ষতি' হবে, এই বিশ্বাস কতটা যৌক্তিক?

ব্লেকের আইনজীবী প্যাট্রিক গিবস বলেন, বিচারকগণ এই ঘটনার ভিডিও বারবার দেখেছেন৷

কাবার মৃত্যুর পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীরা ২০২২ সালের সেপ্টেম্বরে সেন্ট্রাল লন্ডনে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছিলেন৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য