কোটা সংস্কার আন্দোলন: বিক্ষোভ, ভাঙচুর ও সংঘাত
সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’৷ পদযাত্রার কর্মসূচি শেষে শাহবাগে অবস্থান নেয় তারা৷ পরে তুলে দিতে গেলে সংঘর্ষ বাধে৷
পদযাত্রা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নানা কমর্সূচি পালনের পর রোববার পদযাত্রার কর্মসূচি দেয় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ৷
অবস্থান কর্মসূচি
পদযাত্রা কর্মসূচি শেষে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরতরা৷
দিনব্যাপী বিক্ষোভ
রোববার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকে৷ এ সময় পুলিশ তাদেরকে বেশ কয়েকবার উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীরা অনড় থাকে৷
পুলিশের অ্যাকশন
রাত ৮টার দিকে লাঠিপেটা ও রাবার বুলেট-কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের উঠিয়ে দেয় পুলিশ৷ তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে পিছু হটলে তাদের উপর চড়াও হয় ছাত্রলীগের একদল নেতা-কর্মী৷
সংঘাত
শাহবাগ ছাড়ার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় রাতে খণ্ড খণ্ড বিক্ষোভ চলে; পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷ দু’পক্ষের সংঘাত ছড়িয়ে পরে৷
হামলা
রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে ভাঙচুর হয়৷
অগ্নিসংযোগ
ভাঙচুরের সময় দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাতেই ঢাকার শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা৷
উপাচার্যের অভিযোগ
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, তাঁর প্রাণনাশের জন্যই বাড়িতে হামলা চালানো হয়েছে৷
হামলার প্রতিবাদে বিক্ষোভ
রাতভর সংঘর্ষের পর সোমবার সকাল থেকেই টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরতরা পুনরায় জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে৷
মিছিল
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেন বন্ধ করে বিক্ষোভ করে৷