1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোবি ব্রায়ান্ট: নতুন মামলা

২১ এপ্রিল ২০২০

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের সঙ্গে মারা যাওয়া আরো চার যাত্রীর পরিবার  হেলিকপ্টারের মালিক প্রতিষ্ঠানেরj বিরুদ্ধে মামলা করেছে৷

https://p.dw.com/p/3bDqy
USA l Ex-NBA-Superstar Kobe Bryant stirbt bei Helikopterabsturz
ছবি: picture-alliance/J. McCoy

রোববার লস এঞ্জেলেস সুপ্রিম কোর্টে এই মামলা করা হয়৷ বাস্কেটবল কোচ জন আল্টবেলি, তার স্ত্রী কেরি ও ১৩ বছরের মেয়ে আলিসা এবং সহকারী কোচ ক্রিস্টিনা ‍মাউজারের পরিবার এ মামলাটি করেছে৷

মামলার অভিযোগে তারা ‘আইল্যান্ড এক্সপ্রেস হেলিকপ্টারস' এবং ‘আইল্যান্ড এক্সপ্রেস হোল্ডিং কর্প'-এর বিরুদ্ধে অবহেলাজনিত কারণে দুর্ঘটনার অভিযোগ দায়ের করেছেন৷ আলিসা ব্রায়ান্টের মেয়ে কোবির মেয়ে জিয়ানার সঙ্গে বাস্কেটবল খেলতো৷ জিয়ানাও একই দুর্ঘটনায় মারা যায়৷

দুর্ঘটনার কোবি  ব্রায়ান্টের স্ত্রী ভেনেসাও হেলিকপ্টার অপারেটর এবং পাইলটের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন৷ গত ২৬ জানুয়ারির ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট নয় জন নিহত হন৷

প্রায় দুই মাস আগে ওই মামলায় ভেনেসার অভিযোগ, ঘন কুয়াশা এবং আকাশে প্রচুর মেঘ থাকার পরও কোম্পানি থেকে হেলিকপ্টার উড্ডয়নের অনুমতি দিয়ে ভুল করেছে৷

দুর্ঘটনায় নিহত অপর দুইজন জিয়ানার দলের আরেক খেলোয়াড় পেটন চেস্টার এবং তার মা সারাহ৷

এসএনএল/এসিবি (এএফপি)