কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ
১০ জুন ২০২৪বিস্ফোরণের ফলে আশপাশের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যে বাড়িতে বাজির কারখানা ছিল, তা এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দমকল অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই বাজির কারখানাটি বেআইনি। পুলিশ জানিয়েছে, তারা এই অভিযোগ তদন্ত করে দেখছে।
কী হয়েছিল?
রাত সাড়ে দশটা নাগাদ পয়াগ গ্রামে আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণ হয়। সেখানেই বাজি তৈরি হতো। বিস্ফোরণের পর বাড়িতে আগুন লেগে যায়। পরিবারের মানুষ দ্রুত বাইরে চলে আসেন।
এই বাজির কারখানা বেশ কয়েক বছর ধরে চলছিল এবং তা অবৈধ বলে বাসিন্দাদের দাবি। তাদের অভিযোগ, পাশে পাঁশকুড়া থানার এলাকাতেও এরকম কিছু বেআইনি বাজির কারখানা আছে।
পূর্ব মেদিনীরপুরের পুলিশের দাবি, তারা নিয়মিত বাজি কারখানার বিরুদ্ধে অভিযান করে।
গতবছর এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে নয়জন মারা গেছিলেন।
জিএইচ/কেএম