ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
১১ ডিসেম্বর ২০১৭রবিবার রাত থেকে সান্তা বারবারার দু'টি উপকূলীয় শহর থেকে ৫ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷ গত সোমবার থেকে ক্যালিফোর্নিয়ায় এই দাবানল শুরু হয়৷ শুষ্ক আবহাওয়ার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে৷ সান্তাবারবারা এবং ভেন্টুরা কাউন্টির অরণ্যে ছড়িয়ে পড়েছে দাবানল৷ রবিবার পর্যন্ত ৫৬ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে৷ এখন দাবানল উপকূলীয় শহর মন্টেসিটো এবং কার্পেন্টেরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে৷
২ লাখ ৩০ হাজার একর জুড়ে এখনো জ্বলছে আগুন, যার আকার নিউ ইয়র্ক সিটির সমান৷ প্রায় ৯০০ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে৷ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে পঞ্চম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে একে৷ গত সপ্তাহে অন্তত ২ লাখ মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷ দমকলকর্মীরা এর মধ্যে সতর্ক করে দিয়ে বলেছে যে বেগে দাবানল ছড়িয়ে পড়ছে, তা নিয়ন্ত্রণ করা কঠিন৷ জানুয়ারি পর্যন্ত এই দাবানল নেভার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা৷
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এর অন্যতম কারণ৷ রবিবার বিকেলে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা এলেন ডি জেনেরেস টুইটারে জানান, তাঁদের বাড়ি পুড়ে যাবে বলে আশংকা করছেন এবং তাঁদের বাড়ির পোষ্যগুলোতে অন্যত্র সরিয়ে দিয়েছেন৷ এলাকার প্রতিটি মানুষের জন্য প্রার্থনা করেছেন তিনি৷ পাশাপাশি দমকলকর্মীদের সাহসীকতার প্রশংসা করেছেন৷
কেবল এলেনের বাড়িই নয়, জনপ্রিয় তারকা অপরাহ উইনফ্রে, জেফ ব্রিজেস এর বাড়ির কাছাকাছি এসে পড়েছে দাবানল৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)
১৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...