1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খালেদা জিয়ার কারাদণ্ড নির্বাচনে প্রভাব ফেলবে'

১০ ফেব্রুয়ারি ২০১৮

চলতি বছরেই অনুষ্ঠিত হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি৷ এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাদণ্ড নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/2sRrX
ছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad

খালেদা জিয়ার কারাদণ্ডপ্রসঙ্গে আওয়ামী লীগ বলছে, খালেদা জিয়া চুরি করেছেন, আদালত তার বিচার করেছে৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের মতে টাকা চুরির মামলার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই৷ এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে না৷ তিনি বলেন, ‘‘তাই যদি হয় তাহলে তো কোন দুর্নীতি মামলারই বিচার করা যাবে না৷ আইনের চোখে সবাই সমান৷ কে দুর্নীতি করেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, চুরি করেছে বিচার হয়েছে, সেটাই গুরুত্বপূর্ণ৷ যারা রায় নিয়ে রাজনীতি করছে তারা আইনের শাসনে বিশ্বাসী নয়৷ এই দণ্ডের সঙ্গে রাজনীতি ও নির্বাচনের কোন সম্পর্ক থাকা উচিত নয়৷ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে৷ নির্বাচনে আসা বা না আসা বিএনপি’র দলের অভ্যন্তরীন বিষয়৷''

‘এই দণ্ডের সঙ্গে রাজনীতি ও নির্বাচনের কোন সম্পর্ক থাকা উচিত নয়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হবে না বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে৷ সেটার লক্ষণ আমরা টের পাচ্ছি৷ এই দুর্নীতি মামলা এই সরকার করেনি, সরকারের কোনো হস্তক্ষেপও নেই৷ বেগম জিয়া যদি নিয়মিত হাজিরা দিতেন, এই মামলায় রায় অনেক আগেই শেষ হয়ে যেত৷ তিনি নিজেই দেরি করে নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত মামলা টেনে নিয়ে এসেছেন৷ এটার জন্য তো বিএনপি দায়ী, এটার জন্য বেগম জিয়া ও তার বিজ্ঞ আইনজীবীরা দায়ী৷'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অবশ্য জানিয়েছেন, নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে৷ তিনি বলেন, ‘‘বিএনপি জনগণের উপর আস্থা রাখে৷ কারণ আমরা জনগণের উপর নির্ভরশীল একটি দল৷ আমাদের নেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে তারা মনে করছে তাকে বাইরে রেখে নির্বাচন করলে লাভ হবে না৷

‘বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং নির্বাচনে যেতে সব সময়ই প্রস্তুত’

কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং নির্বাচনে যেতে সব সময়ই প্রস্তুত৷ সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছে৷ সরকার যে বিএনপিকে ভয় পায়, এর মাধ্যমে তার প্রতিফলন ঘটল৷ আমাদের প্রতিটি জেলায়, উপজেলায় এমনকি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি রয়েছে৷ খালেদা জিয়া কারা অন্তরীণ থাকায় প্রস্তুতিতে কোন সমস্যা হবে না৷ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে নির্দেশনা দিচ্ছেন৷ স্থায়ী কমিটি কার্যক্রম চালিয়ে নিচ্ছে৷''

চেয়ারপার্সন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের বাইরে তাতে কি দল পরিচালনায় কোন সমস্যা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রযুক্তির যুগে এটা কোন বিষয় না৷ লন্ডন থেকে কথা বললেও মনে হবে তিনি পাশের রুমেই আছেন৷ এটা কোন সমস্যা না৷ আমাদের কাজ ঠিকমতোই চলছে৷''

‘কারাদণ্ড হওয়ার পর খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে তার প্রতি মানুষের সহানুভূতি বাড়বে’

খালেদা জিয়ার কারাদণ্ড সামনের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী৷ তিনি বলেন, ‘‘এখন দেখার বিষয় খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হন কি-না৷ আর যদি সেটা হয় তাহলে বিএনপি তো বলছেই তারা খালেদা জিয়াকে বাদ রেখে নির্বাচনে অংশ নেবে না৷ বিএনপি নির্বাচনে না গেলে সেটা হবে একতরফা নির্বাচন৷ ২০১৪ সালেও আমরা এমন নির্বাচন দেখেছি৷ সেটা কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য হয়নি৷ এবারও যদি তেমন কিছু হয় তাহলে দেশ কিন্তু একটা সংকটের মধ্যে পড়বে৷ আমাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, যা কোনভাবেই সাধারণ মানুষের কাছে কাম্য নয়৷''

বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ কি করতে পারে? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক চৌধুরী বলেন, ‘‘দেশের সাধারণ মানুষ মনে করে সরকারি দলের একটা প্রভাব এই রায়ের উপর আছে৷ ফলে মানুষ আওয়ামী লীগকেই দায়ী করবে৷ আর কারাদণ্ড হওয়ার পর খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে তার প্রতি মানুষের সহানুভূতি বাড়বে৷ কারণ এটা ২ কোটি কয়েক লাখ টাকা চুরির মামলা৷ অথচ হাজার হাজার কোটি টাকা চুরির মামলার বিচার হচ্ছে না৷ দেশ থেকে বিপুল পরিমান টাকা পাচারের মামলারও বিচার হচ্ছে না৷ এই মামলাটার বিচার কিন্তু দ্রুত করা হলো৷ ফলে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে এক ধরনের সন্দেহ-অবিশ্বাস থাকবেই৷''

আপনার কোন মন্তব্য থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷