‘খালেদা জিয়ার মুক্তি দেবে আদালত, সরকার কেন?'
২৫ মার্চ ২০২০বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে ডয়চে ভেলের পাঠক তারিকুল ইসলাম লিখেছেন, এখন মুক্তি দেওয়ার অর্থ বাংলাদেশের মানুষ যেন করোনা নিয়ে সরকারের কোনো সমালোচনা করতে না পেরে, জনগণ যেন বেগম জিয়ার মুক্তি নিয়েই ব্যস্ত থাকতে পারে ৷ পাঠক আহসান উদ্দিন আহমেদ চৌধুরীও অনেকটা এরকমই মনে করেন৷ তিনি লিখেছেন, করোনার ভয়াবহতাকে আড়াল করতেই কি এই সদয় হওয়া? সোহেল মাহমুদেরও একই মত৷ করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা ঢাকতেই খালেদা জিয়ার মুক্তি- এই মন্তব্য মহিন আহমেদ, জিয়া হক, জহুরুল ইসলামের৷
আর পাঠক মতিউর রহমান রিপনের প্রশ্ন, মুক্তি দেবে আদালত, সরকার কেন? আলী আকবরও এমনটাই মনে করেন৷ ফেসবুক পাতায় মামুন লিখেছেন, এতদিন আইনমন্ত্রী এবং ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার মুক্তি আদালতের বিষয়৷ বোঝা গেল এখন, এটা মিথ্যা হলো এবং সরকারই তাকে ইচ্ছাকৃতভাবে ভূয়া মামলায় শাস্তি দিয়েছেন৷ একই ধারণা মিয়াদ খান, সাজ্জাদুল আলম, সোহেল রানারও ৷
খালেদা জিয়ার মুক্তির ব্যপারে সরকার যে বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন, একই কথা তার পরিবার ও দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বার বার বলার পরও আদালত বা রাষ্ট্র কেউ কর্ণপাত করেননি, শেষ প্রান্তে এসে হলেও সরকার কর্ণপাত করেছে আর সেজন্য সরকারকে ধন্যবাদ দিয়েছেন মাহবুবুল আলম৷
তবে পাঠক মিনহাজুর রহমান লিখেছেন, এই সিদ্ধান্তটি হঠাৎ হয়নি৷ আমি যতদূর জানি, বিএনপির রাজনীতিকদের নয়, খালেদা জিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে এই মুক্তি দেওয়া হয়েছে৷
খালেদা জিয়াকে এমন সময় মুক্তি দেয়া হচ্ছে যখন মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য বাইরের বিশ্বে যাওয়ার পথ বন্ধ৷ তাই খালেদা জিয়া মারা গেলে এর দায়ভার আর আওয়ামী লীগের থাকলো না..! এই ধারণা পাঠক তৌহিদের৷
এদিকে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া যেন করোনা ভাইরাসে সংক্রমণের শিকার না হন সে দিকে সবাইকে বিশেষ নজর রাখার অনুরোধ করেছেন পাঠক মসিউজ্জামান জামালউদ্দিন৷
সংকলন:নুরুননাহার সাত্তার
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী