‘গণতন্ত্রের অভিযাত্রা’
২৭ ডিসেম্বর ২০১৩গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক কর্মসূচি নিয়ে সামহয়্যার ইন ব্লগে মিজানুর রহমান মিলন লিখেছেন, ‘‘বর্তমানে প্রধান বিরোধী দল বিএনপি নিজেকে গণতন্ত্রের একমাত্র জিম্মাদার হিসাবে মনে করে ঘোষণা করেছে ‘গণতন্ত্রের জন্য অভিযাত্রা৷' হরতাল, অবরোধের চেয়ে তারপরেও এ অভিযাত্রা অনেকটা স্বস্তিদায়ক৷''
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনের উপায় সম্পর্কে এই ব্লগার লিখেছেন, ‘‘সংকটের চিরস্থায়ী সমাধান জনগণকেই করতে হবে এই দুই দলকে প্রত্যাখান করে, কিন্তু সমস্যা হলো আমাদের দেশের জনগণ এখনো পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি৷''
আমারব্লগ ডটকমে জাকির মাহদিনের লেখার শিরোনাম, ‘‘খালেদা জিয়াকে খোলা চিঠি: তামাশা না করে সরাসরি আলোচনায় যান৷'' এই ব্লগার লিখেছেন, ‘‘সমস্যা সমাধানে সত্যিই যদি আন্তরিকতা থাকে, তাহলে আলোচনার জন্য কারো আহ্বান বা দাওয়াতের অপেক্ষা করতে হবে কেন আমার বুঝে আসে না৷ যদিও অনেকের মতেই বেগম খালেদা জিয়ার চব্বিশ তারিখের বক্তব্য অনেকটাই ‘গণতান্ত্রিক'৷ কিন্তু আমার মতে সংকট উত্তরণে তা যথেষ্ট নয়৷''
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশ্যে জাকির মাহদিন লিখেছেন, ‘‘সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের একজন অন্যতম মালিক হিসেবে যদিও আমি আপনাকে নির্দেশ দেয়ার ক্ষমতা রাখি, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, খুব দ্রুতই আপনি তাঁর (শেখ হাসিনা) সঙ্গে মিলিত হোন৷ এমনকি ২৯ তারিখের আগেই৷''
এদিকে, #MarchForDemocracy হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুক এবং টুইটারে মতামত জানাচ্ছেন অনেকে৷ মোহাম্মদ ইবনে কাশেম লিখেছেন, ‘‘খালেদা জিয়া এবার ‘জাতীয় পতাকা' হাতে রাজধানীতে আসার এক যুগান্তকারী আহ্বান জানালেন৷ অর্থাৎ এই অজস্র লাল সবুজের পতাকার সমারোহ জানান দেবে জালিমের পতন ঘটাতে রাজধানীতে মুক্তিকামী মানুষের বাঁধ ভাঙা জোয়ার৷''
টুইটারে শরিফ আহমেদ প্রশ্ন করেছেন, ‘‘মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা প্রকাশ্যে যে-কোনো ভাবে হোক ‘মার্চ ফর ডেমোক্রেসি' প্রতিরোধের ডাক দিয়েছেন৷ এটা কি বাংলাদেশে রক্তপাতের ইঙ্গিত?''
চট্টগ্রাম থেকে টুইটারে মাহমুদ মিয়াজী লিখেছেন, ‘‘প্রায় সব শীর্ষ নেতা আত্মগোপনে রয়েছেন৷ নেতাদের ধরতে যৌথবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক