1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণপরিবহণে নতুন নিয়ম ও বর্ধিত ভাড়া

৩০ মে ২০২০

রোববার বাংলাদেশে সব অফিস খুলতে শুরু করেছে৷ সোমবার থেকে চালু হচ্ছে গণপরিবহণ৷ এক্ষেত্রে সরকার বাস ও মিনিবাসে শতকরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে৷

https://p.dw.com/p/3d1tK
বাসভাড়া
ছবি: DW/H. U. R. Swapan

সব ধরনের বাস, মিনিবাসে পাশাপাশি দুইটি আসনের একটি খালি রেখে যাত্রী পরিবহন করতে হবে৷ মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না৷ এমন নির্দেশনা দিয়ে আন্তঃজেলা ও দূরপাল্লা দুই রুটেই বাস, মিনিবাস চলাচলে ষাট ভাগ পর্যন্ত ভাড়া বৃদ্ধির একটি প্রজ্ঞাপন দিয়েছে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ৷ 

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতেই এই ব্যবস্থা নিয়েছে সরকার৷ এ কারণে বাস মালিকরা ভাড়া ১০০ ভাগ বাড়ানোর দাবি করেন৷ তাদের দাবির প্রেক্ষিতে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিআরটিএ এর ভাড়া সমন্বয় কমিটি ৮০ ভাগ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল৷ তবে বিভিন্ন মহলের আপত্তিতে শেষ পর্যন্ত তা ষাট ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘অনুমোদিত ভাড়ার হার করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত সংকটকালের জন্য প্রযোজ্য হবে৷ এ সংকট দূর হলে প্রজ্ঞাপনদ্বয়ের বিদ্যমান হারের ভাড়া পুনঃপ্রযোজ্য হবে৷’’ ‘জনস্বার্থে’ জারিকৃত নতুন ভাড়ার হার এক জুন থেকে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়৷ 

এদিকে শনিবার বিআরটিএ ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করার পর বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘৮০ ভাগ বাড়ালেও আমাদের ক্ষতি পোষাবে না৷ কারণ দুই মাস বসে থেকে আমাদের গাড়ির টায়ারসহ অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে৷ এই সময়ে আমাদের কোনো আয় হয়নি৷ আর এখন যাত্রী ৫০ ভাগও পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে৷’’

খন্দকার এনায়েত উল্ল্যাহ

তবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মনে করেন পরিবহণ চাঁদাবাজি বন্ধ এবং আরো কিছু হিসাব সমন্বয় করলে বাস ভাড়া বাড়ানোর কোনো প্রয়োজন হয় না৷ তিনি জানান, ‘‘প্রতিটি বাস, মিনিবাস থেকে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকা চাঁদা আদায় হয়৷ আর বর্তমান যে ভাড়া তা ২০ ভাগ সিট বাদ দিয়ে নির্ধারণ করা৷ এর উপরে প্রতিটি বাস, মিনিবাসে অনুমোদিত সিটের বাইরে ১০ থেকে ১৫টি সিট আছে৷ আর তেলের দাম এখন বিশ্ব বাজারে অতীতের যেকোনো সময়ের চেয়ে কম৷ এগুলো সমন্বয় করলে দেখা যাবে ভাড়া বাড়ানোর কোনো প্রয়োজন নেই৷’’

তিনি বলেন, ‘‘করোনার সময় এমনিতেই সাধারণ মানুষ আর্থিক দুরবস্থায় আছে৷ তার ওপর এই বাড়তি ভাড়া মড়ার উপর খাঁড়ার ঘায়ে পরিণত হবে৷’’ তার আশঙ্কা, ‘‘মালিকরা বাস্তবে দুইশ ভাগ বেশি ভাড়া আদায় করবে৷’’

খন্দকার এনায়েত উল্ল্যাহ মনে করেন এই ভাড়া নিয়ে যাত্রীদের সাথে পরিবহণ শ্রমিকদের সংঘাত হতে পারে৷ এজন্যই তারা বাস প্রতি ভর্তুকি দেয়ার দাবি করেছিলেন বলে জানান তিনি৷

রোববার থেকে গণপরিবহণ চালুর কথা থাকলেও সোমাবার থেকে চালু হচ্ছে৷ সার্বিক প্রস্তুতি নিতে পরিবহণ মালকরা একদিন সময় নিয়েছেন৷

এরইমধ্যে ১২ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে, করোনাকালে যানবাহনসহ অফিস আদালত, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার জন্য৷ কিন্তু মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘‘পরিবহণ খাতে এটা অনুসরণ করার জন্য যা প্রয়োজন তা করা হয়নি৷ মালিকরা বাস চালান না৷ বাসে থাকেন ড্রাইভার, কন্ডাকটর, হেলপার৷ তাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি৷ দেয়া হয়নি পিপিইসহ প্রয়োজনীয় উপকরণ৷ আর মনিটরিং করবে বিআরটিএ৷ বিআরটিএ'র ১০-১২ জন ম্যাজিস্ট্রেটের পক্ষে সেটা কিভাবে সম্ভব হবে৷ তাই আমরা দাবি করেছি সেনাবাহিনীকি মনিটরিং-এর দায়িত্ব দিতে৷’’

মোজাম্মেল হক চৌধুরী

এখনো যারা ভাড়া বাড়ায়নি
লঞ্চ মালিকরা এখনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেননি৷ তারা পরিস্থিতি দেখে ১০-১২ দিন পর সিদ্ধান্ত নেবেন৷ রেলের ভাড়া বাড়ছে না৷ তারাও প্রতিটি বগির যা সিট আছে তার ৫০ ভাগ টিকিট বিক্রি করছে৷ উড়োজাহাজের ক্ষেত্রে ৫০ থেকে ৭০ ভাগ টিকিট বিক্রির নির্দেশনা আছে৷ ছোট বিমানে ৫০ ভাগ এবং বড় বিমানে ৭০ ভাগ যাত্রী নেয়া যাবে৷ ভাড়া বাড়ানোর ব্যাপারে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়নি৷ প্রতিযোগিতার কথা বিবেচনা করে অধিকাংশ এয়ার লাইনসই আগের ভাড়াই রাখছে৷ তবে দুই-একটি এয়ার লাইন সামান্য ভাড়া বাড়িয়েছে৷

সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে
সরকারি অফিস, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোও খুলে যাবে রোববার থেকে৷ সরকারি নির্দেশনায় বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা হবে৷ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে নির্দেশনা জারি করেছে৷ বলা হয়েছে সামাজিক দূরত্ব রেখে যত জন কাজ করতে পারবেন ততজন কর্মীই অফিসে উপস্থিত থাকবেন৷ আল আরাফাহ ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রব জানান, ‘‘আমাদের শাখাগুলোতে বসার যে ব্যবস্থা তাতে আমরা ৩০ ভাগ কর্মী কমিয়ে দিলেই বাকিরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে পারবেন৷ আমরা সেরকম ব্যবস্থা করেছি৷ আর গ্রাহকরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন তার জন্য তিন ফুট দূরত্ব রেখে লাইন টেনে দিয়েছি৷ সবাইকে মাস্ক পরতে হবে৷’’

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ আপাতত বন্ধ রাখা হচ্ছে ৷ সরকারি অফিসগুলোতেও দর্শনার্থীদের যতদূর সম্ভব নিরুৎসাহিত করতে বলা হয়েছে৷ আর সামাজিক দূরত্ব রেখে বসার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে৷ সামাজিক দূরত্ব মেনে যতজন বসতে পারেন ততজনই অফিস করবেন৷ গর্ভবতী মা, বয়স্ক এবং অসুস্থদের অফিসে আসা বারন৷ এরমধ্যে অন্যান্য স্বাস্থ্যবিধিও মানতে হবে৷ কেউ অফিসে অসুস্থ হলে তাকে তাৎক্ষণিক আইসোলেশনে পাঠানো হবে৷

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৫ জুন পর্যন্ত ছুটি রয়েছে৷ তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে৷ এখন সীমিত আকারে সবকিছু খুলে দেয়ার পর কী পরিস্থিতি দাঁড়ায় তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে৷ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মোহাম্মদ ফারুক জানান, ‘‘শিক্ষার্থীদের বিষয়টি সবচেয়ে স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ৷ আর তাদের সামাজিক দূরত্ব মানানোও অনেক কঠিন৷ তাই পরিস্থিতি দেখে ক্লাস ও পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে৷ যখন খোলার সিদ্ধান্ত হবে তার আগে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে৷’’

বাংলাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার আগেই ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান