গণমাধ্যমে ২১ আগস্টের গ্রেনেড হামলা
২১ আগস্ট ২০১০গ্রেনেড হামলা
শনিবার সব গণমাধ্যমের নজর ২১শে আগস্টের গ্রেনেড হামলার দিকে৷ দৈনিক প্রথম আলোর মূল শিরোনাম, ‘বাবর আসামি হচ্ছেন, সন্দেহে তারেক'৷ পত্রিকাটির দাবি, ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে৷ একই সঙ্গে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রথম আলোর৷
একই বিষয়ে দৈনিক কালেরকন্ঠের শিরোনাম, ‘তদন্তের ঘুরপাকে ২১ আগস্ট'৷ একই দৈনিকের আরেক শিরোনাম, ‘গাড়ি থামাও, আমি সুধা সদনে যাব না...'৷ গ্রেনেড হামলার সময় নেতাকর্মীরা শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে নিতে চাইলেও, তিনি তাঁর কর্মীদের দেখতে ঘটনাস্থলেই থাকতে চাইছিলেন৷ কালেরকন্ঠ এক রাজনৈতিক নেতার বয়ানে প্রকাশ করেছে এই খবর৷
অ্যানথ্রাক্স সংক্রমণ
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর প্রধান শিরোনাম অ্যানথ্রাক্স সংক্রমণ নিয়ে৷ সিরাজগঞ্জে আরো ১২ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে৷ সবমিলিয়ে এখন সে জেলায় এই রোগে আক্রান্তের সংখ্যা ৩৮ জন৷ বিডিনিউজ এর কথায়, ইতিমধ্যে আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে৷ তাই, এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই৷
ঢাকায় টনি ব্লেয়ার এবং চেরি ব্লেয়ার
দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘ঢাকায় ব্লেয়ার দম্পতি'৷ শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে এই দম্পতি ঢাকায় পৌঁছান৷ রাতেই তাঁরা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসায় নৈশভোজে অংশ নেন৷ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসবেন ব্লেয়ার দম্পতি৷
অক্টোপাস পল
জার্মানির অক্টোপাস পলকে নিয়ে একটি খবর প্রকাশ করেছে ইত্তেফাক৷ শিরোনাম, ইংল্যান্ডের বিশ্বকাপ আয়োজনে অক্টোপাস পলের সমর্থন৷ ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে চায় ইংল্যান্ড৷ আর সেদেশকেই সমর্থন জানিয়েছে পল৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়