গবেষণার জাহাজে বসবাসের অভিজ্ঞতা যেমন
ব্রেমারহাফেন থেকে কেপ টাউনে যাচ্ছে গবেষণার কাজে ব্যবহৃত জাহাজ পোলারস্ট্যার্ন৷ সেই জাহাজের একজন ক্রু কিছু বিশেষ ছবি শেয়ার করেছেন ডয়চে ভেলের সঙ্গে৷ তাঁর সমুদ্র জীবনের কিছুটা বোঝা যাবে এ সব ছবিতে৷
রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন
গভীর সমুদ্রে একটি জাহাজে দিনরাত কাজ করার অভিজ্ঞতাটা চমৎকার হয়ে ওঠে এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়৷ তবে সব দিন এমন থাকে না৷
মেঘাচ্ছন্ন দিনগুলো
মেঘাচ্ছন্ন দিনগুলো জাহাজের ক্রু’দের জন্য সুখকর নয়৷ তবে দিন যেমনই হোক না কেন, কাজ তাদের চালিয়ে যেতে হয়৷
সবার আগে নিরাপত্তা
জাহাজের ডেকে যাওয়ার আগে প্রত্যেক ক্রু’র নিজের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক৷ আর সেই নিরাপত্তার অনিবার্য অংশ হচ্ছে লাইফজ্যাকেট এবং হেলমেট পরা৷
নমুনা সংগ্রহ
এই সমুদ্রযাত্রার মূল লক্ষ্য হচ্ছে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আরো তথ্য সংগ্রহ৷ ক্রু’রা গবেষণার জন্য পানির নমুনা সংগ্রহ করেন৷
সমুদ্র থেকে গবেষণাগারে
গবেষকরা বালতিতে করে সমুদ্র থেকে পানি তোলেন৷ এরপর সেগুলো ফিল্টারে পরিশোধনের পর কন্টেইনারে করে গবেষণাগারে নিয়ে যান৷
ফলাফলের অপেক্ষা
বিজ্ঞানীরা পানির নমুনার মধ্যে থাকা ক্লোরোফিলের মতো রঞ্জক পদার্থগুলো জাহাজের বিভিন্ন গবেষণাগারে পরীক্ষা করেন৷ এ সব পরীক্ষার ফলাফল জানতে উৎসুক তারা৷ আমরাও তা আপনাদের জানাতে পারবো শীঘ্রই৷