গরম-নিরোধী নকশা
অবকাঠামো তৈরি হয়েছিল ঠাণ্ডা আবহাওয়া বিবেচনায়৷ কিন্তু এখন তীব্র গরমে নাভিশ্বাস ওঠে মানুষের৷ আর এজন্য দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে৷ গরমের স্বস্তি দিতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য নকশা করা হয়েছে কিছু ভবন ও শহরের৷
এসিতে সমাধান নয়
এয়ার কন্ডিশনার (এসি) গরমে স্বস্তি দেয়, তা ঠিক৷ কিন্তু এর সমস্যার কথা কি চিন্তা করেছেন? আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, এসির জন্য বিশ্বব্যাপী প্রায় ১০ ভাগ জ্বালানির প্রয়োজন হয়৷ বাড়তি বিদ্যুৎ উৎপাদন কোনো না কোনোভাবে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে৷
তেলআবিবের ‘গেডেস পরিকল্পনা’
ইসরায়েল তেলআবিব শহরকে মরু এলাকার গরম থেকে মুক্ত রাখার ডিজাইন করে দেন স্কটিশ স্থপতি প্যাট্রিক গেডেস৷ এই পরিকল্পনা করা হয়েছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ১৯২৫ সালে৷ সেই পরিকল্পনা অনুসারে এমনভাবে শহরের ডিজাইন করা হয়, যাতে ভূমধ্যসাগরের বায়ু সরাসরি ভবনগুলো আসে৷
নাইজেরিয়ায় আরামদায়ক নকশা
চারুকলার সঙ্গে স্থাপনার মিশেলে জার্মানির যে বাউহাউস ধারণা, তা কাজে লাগিয়েছেন অনেক স্থপতি৷ নাইজেরিয়ার ওবাফেমি আউলুউ বিশ্ববিদ্যালয় এলাকার এমন নকশা করেন ইসরায়েলি স্থপতি আরিয়েহ শ্যারন৷ উষ্ণ এলাকায় ছায়া সুনিবিড় এমন বাগান ও খালি জায়গা রাখা হয়েছে বাতাস আসা-যাওয়া করার জন্য৷ এ কারণে শ্রেণিকক্ষের তাপমাত্রা সবসময় বাইরের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াস কম থাকে৷
বার্সেলোনার অগ্রগামী চিন্তা
বাড়ি আঙ্গিনা যদি ছায়া শীতল থাকলে ভেতরে ঠাণ্ডা বাতাস আসতে বাধ্য৷ ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে শহরকে গাছপালা সমৃদ্ধ রাখার কাজ বহু আগে শুরু করে বার্সেলোনা৷ কার্বন নিঃসরণ কমাতে আবাসিক এলাকা থেকে গাড়ি দূরে রাখার পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে৷
পিলারের উপরে ভবন
বন্যা থেকে বাঁচার জন্য উপকূলীয় এভাবে পিলারের উপরে ভবন নির্মাণের ধারা বহু পুরোনো৷ এমন ভবন ভেতরের পরিবেশ বেশ ঠাণ্ডা রাখে৷
জলবায়ু সহায়ক নগর
প্রাকৃতিক দুর্যোগকে এখন সরাসরি জলবায়ু পরিবর্তনের ফলাফল হিসাবে বলা হয়ে থাকে৷ কিন্তু জলবায়ু সহায়ক নগর গড়লে রক্ষা পাওয়া সম্ভব৷ যেমন, যুক্তরাষ্ট্রের হ্যুস্টনের এই পার্ক৷ ২০১৭ সালে হারিকেন হার্ভে আঘাত হানার পর শহর লণ্ডভণ্ড হয়ে গেলেও পার্কটি অক্ষত থাকে৷
মধ্যপ্রাচ্যে জলবায়ু রক্ষা
মধ্যপ্রাচ্যের উষ্ণ এলাকায় স্বস্তি দিতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় হচ্ছে বিভিন্ন নকশা৷ আবুধাবির একটি এলাকাকে পুরোপুরি নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে৷ যা অন্যদের জন্যও পথ দেখাচ্ছে৷
ওমানের প্রাচীন ডিজাইন
আবু ধাবীর মাসদার শহরের তাপমাত্রা পার্শ্ববর্তী মরুভূমির চেয়ে ২০ ডিগ্রি কম থাকে৷ তারা এমন ধারণা নিয়েছে প্রাচীন ওমান নকশা থেকে৷ সেখানে বড় ভবনগুলো এমনভাবে নকশা করা হয়েছে, যাতে বাতাস ঢুকে শহরের রাস্তায়৷