গোপন তথ্য ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড
৩০ জানুয়ারি ২০২৪পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র সোমবার এএফপিকে বলেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই এর ভাইস-প্রেসিডেন্ট কুরেশিকে ‘সাইফার' মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷'' পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওযার এক সপ্তাহ আগে এই রায় দেয়া হলো৷
রায়ের প্রতিক্রিয়ায় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার খান বলেছেন, ‘‘আমরা এই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবো৷'' এর আগে ইমরান খানকে দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷ কিন্তু ডিসেম্বরে উচ্চ আদালত দণ্ড স্থগিত করে তাকে জামিন দেয়৷
কিন্তু তার বিরুদ্ধে আরো মামলা থাকায় জেল থেকে মুক্ত হতে পারেননি তিনি৷
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল ইমরান খানকে৷ এরপর থেকেই নতুন সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতে শুরু করে৷ ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি তারবার্তা ফাঁসের জন্য ইমরান ও তার দলের ভাইস-প্রেসিডেন্টকে দায়ী করে সরকার৷ দুজনই তা অস্বীকার করেছেন৷ ইমরান দাবি করেন, অন্য কোনো সূত্র থেকে গণমাধ্যমের কাছে রাষ্ট্রের গোপনীয় এই তথ্য ফাঁস হয়েছে৷
৭০ বছর বয়সি সাবেক এই ক্রিকেটারের অভিযোগ আসন্ন নির্বাচনে তাকে অংশ নেয়া থেকে বিরত রাখতেই তার বিরুদ্ধে মামলাগুলো করেছে সরকার৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেছেন৷
এফএস/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)
গত আগস্টের প্রতিবেদনটি দেখুন...