1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জবাব দিলেন ফেডেরার

১৪ জানুয়ারি ২০২০

টেনিস কোর্টের বাইরের বিষয় নিয়ে খুব কমই কথা বলতে দেখা যায় তাকে৷ কিন্তু গ্রেটা টুনব্যার্গ অভিযোগ তোলার পর আর চুপ থাকতে পারেননি৷ সুইডেনের পরিবেশবাদী শিক্ষার্থীকে সম্মান জানিয়েই জবাব দিয়েছেন সুইস টেনিস তারকা ফেডেরার৷

https://p.dw.com/p/3WB4m
Großbritannien Roger Federer Pressekonferenz in London
ছবি: picture-alliance/Actionplus

২০টি গ্র্যান্ডস্লাম একক শিরোপাজয়ী ফেডেরারের স্পন্সর সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইসে৷ তারা জীবাশ্মভিত্তিক জ্বালানি শিল্প প্রতিষ্ঠানকেও ঋণ দেয়৷এই ক্রেডিট সুইসে আবার রজার ফেডেরারের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান৷ এই বিষয়টিই হতাশ করেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকার জন্য বিকল্প নোবেল জেতা গ্রেটা টুনব্যার্গকে৷ তিনি মনে করেন, এমন প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সনশিপ চুক্তি করে পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা রাখছেন ফেডেরার৷

এ মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ব্যস্ত ফেডেরার৷ তবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে ভয়াবহ দাবানলের ক্ষতি সামাল দেয়ায় অর্থ সহায়তার জন্য একটা চ্যারিটি টুর্নামেন্টও খেলবেন ৩৮ বছর বয়সি সুপারস্টার৷ সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদালসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অংশ নেবেন সেখানে৷

অস্ট্রেলিয়ান ওপেন এবং তার আগের প্রদর্শনী ম্যাচগুলোর আগেই গ্রেটা টুনব্যার্গের সমালোচনার জবাবে মুখ খুলেছেন রজার ফেডেরার৷এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং হুমকিকে আমি সবসময়ই খুব গুরুত্ব দেই৷ এবার তো আমি পরিবার নিয়ে (অস্ট্রেলিয়ায়) এসেছি এমন সময়ে যখন ভয়াবহ দাবানল চলছে৷'' গ্রেটা টুনব্যার্গের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘‘সবার আচরণ এবং কাজকর্ম নিয়ে চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করতে চাপ প্রয়োগ করে সমাধানের পথে এগিয়ে নেয়ার জন্য আমি তরুণ পরিবেশকর্মীদের প্রতি কৃতজ্ঞ৷''  বিবৃতিতে বিষয়টি সুরাহার জন্য স্পন্সর কোম্পানির সঙ্গে কথা বলার ইঙ্গিতও দিয়েছেন ফেডেরার৷

এদিকে ক্রেডিট সুইসে জানিয়েছে, ভবিষ্যতে আর কখনো তারা জীবাশ্মভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠানকে ঋণ দেবে না৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য