1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্যান্ড্রা বুলকের ছেলে

১১ সেপ্টেম্বর ২০১৩

রবিবার ছিল আলফন্সো কুয়ারন-এর স্পেস মুভি ‘‘গ্র্যাভিটি''-র মহরত৷ প্রশংসার ঝড় বয়ে গেছে৷ নায়িকা স্যান্ড্রা বুলকের তিন বছরের দত্তক ছেলে লুইস নিজেকে ‘ডিউড' মনে করে আর মায়ের চাইতে নায়ক জর্জ ক্লুনি-র সঙ্গেই গল্প করতে ভালোবাসে৷

https://p.dw.com/p/19fXc
US actor George Clooney and US actress Sandra Bullock pose during the photocall of the movie 'Gravity' presented out of competition on the opening day of the 70th Venice Film Festival on August 28, 2013 at Venice Lido. The Venice film festival kicks off today with the arrival of movie stars on water taxis for a dark line-up flush with fiendish tales of abuse, betrayal and survival. The world's oldest film festival opens with 'Gravity', a 3-D sci-fi thriller starring George Clooney and Sandra Bullock as astronauts who are flung into deep space when a debris shower destroys their shuttle. AFP PHOTO / TIZIANA FABI (Photo credit should read TIZIANA FABI/AFP/Getty Images)
ছবি: Tiziana Fabi/AFP/Getty Images

নব্বই-এর দশকে জুলিয়া রবার্টস ও তার পরের দশকে অ্যাঞ্জেলিনা জোলি যা ছিলেন, স্যান্ড্রা বুলক আজ তাই – হলিউডের পয়লা নম্বর অভিনেত্রী ও তারকা৷ ফোর্বসের তালিকায় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বিত্তশালী মহিলাদের মধ্যে বুলক চতুর্দশ স্থানে৷ ২০১২ সালের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনিই হলেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী: প্রতি ছবির জন্য পান ৮৫ মিলিয়ন ডলার৷

স্যান্ড্রা জার্মানিতেও বিশেষভাবে জনপ্রিয়, কেননা তাঁর মা ছিলেন জন্মসূত্রে জার্মান৷ বাবারও পূর্বপুরুষদের মধ্যে কে নাকি জার্মান ছিলেন৷ স্যান্ড্রা নিজেও মাঝেমধ্যে জার্মান টিভি-র টক শো-তে দু'চার লাইন জার্মান বলে সকলকে মোহিত করে দেন৷

অভিনেত্রী হিসেবে স্যান্ড্রা বুলকের খতিয়ান নতুন করে দেওয়ার দরকার নেই৷ তবে ‘‘দ্য ব্লাইন্ড সাইড'' ছবিটির জন্যে ইতিমধ্যেই একবার সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন এবং ‘‘গ্র্যাভিটি'' নিয়ে গুঞ্জরন যদি সত্যি হয়, তবে এ বছর তাঁর আরো একটি অস্কার সংগ্রহ করাটা বোধহয় কেউ আটকাতে পারবে না৷

ছবিতে স্যান্ড্রা একজন নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন৷ মহাশূন্যের আবর্জনা এসে তাঁর মহাকাশযানটি ধ্বংস করার পর তিনি মহাশূন্যেই আটকা পড়েছেন – সেই বিচ্ছিন্নতা, একাকিত্ব এবং বিষাদের ছবিই যেন ফুটে উঠেছে মেক্সিকান চিত্রপরিচালক আলফন্সো কুয়ারনের ফিল্মে৷ ছবিতে বুলকের পাশে নায়ক জর্জ ক্লুনি প্রায় পার্শ্বচরিত্রে পরিণত হয়েছেন বলে শোনা যাচ্ছে৷

ভালো কথা৷ ক্লুনি গোত্রীয় মহানায়কদের গুণই হল এই যে, তারা তেমন তেমন বাঘা নায়িকার সঙ্গে অভিনয় করতে হলে নিজেরা একটু সরে দাঁড়ান৷ কিন্তু স্যান্ড্রা বুলকের দত্তক ছেলে – আদতে কাট্রিনা বিধ্বস্ত নিউ অর্লিন্সের এক কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান – লুইস বার্ডো বুলক ও সব কেতার ধার ধারবে কেন?

George Clooney Dreharbeiten The Monuments Men
ছবির শুটিংয়ের ফাঁকে জর্জ ক্লুনিছবি: picture-alliance/dpa

তিন বছরের লুইস নিজেকে ‘ডিউড', অর্থাৎ অতিমাত্রায় ‘পুরুষ' বলেই মনে করে৷ আর শুধু ডিউড নয়, রীতিমতো ‘কুল ডিউড'৷ এ কথা জানিয়েছেন স্যান্ড্রা স্বয়ং৷ ‘‘গ্র্যাভিটি''-র সেটে কাজ করার সময় লুইস স্বভাবতই স্যান্ড্রার সঙ্গে থাকতো – কিন্তু থাকতো বলতেই থাকতো৷ মার সঙ্গে থাকতে ওরকম একজন কুল ডিউডের ভালো লাগবে কেন? লুইস চাইতো ওপাশে গিয়ে জর্জ (ক্লুনি), আলফন্সো (কুয়ারন), এই সব ‘গাই'-দের সঙ্গে গপ্পোগাছা করতে৷ মেয়েদের সঙ্গে থাকতে যাবে কোন দুঃখে?

সে কাহিনি শুনিয়েছেন স্যান্ড্রা নিজে: ‘‘লুইস আমাকে এসে বলল, ‘জর্জ আর ওরা কোথায়?' আমি বললাম, ‘আমি জানি না৷' ও বলল, ‘আমার ওদের দরকার'৷'' ইত্যাদি৷ এখানে বলে রাখা দরকার, বুলক আর ক্লুনির বন্ধুত্ব প্রায় বিশ বছরের, যদিও দু'জনে এই প্রথমবার পরস্পরের সঙ্গে অভিনয় করলেন৷ ‘‘গ্র্যাভিটি''-র সেটে দু'জনের ঘনিষ্ঠতা, এমনকি রোমান্স নিয়েও নানা গুজব ছড়িয়েছিল, কিন্তু দু'জনেই তা হেসে উড়িয়ে দিয়েছেন৷

যা রটে তার সব কি বটে?

এসি / এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য