1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসেই আপনিও হতে পারেন সুপারস্টার

১৯ মার্চ ২০১৩

মেধা এবং ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন সুপারস্টার৷ যে কাজেই সৃজনশীলতা এবং দক্ষতা আছে তার ছোট্ট একটি নমুনা তুলে দিন ইউটিউবে৷ তারপর অপেক্ষা করুন৷ ঘরে বসেই পেয়ে যাবেন হঠাৎ তারকা হয়ে যাবার সুখবর, হাতে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা!

https://p.dw.com/p/17zyU
ছবি: picture-alliance/dpa

অস্ট্রেলিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বেলজিয়াম, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রিটেন, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইসরায়েল, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, ক্যানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা এবং ব্রাজিল – এই ২৬টি দেশের যে কোনো একটিতে বসবাস করছেন? তাহলে আগামী বছরই আপনার জন্য এমন সুযোগ নিয়ে আসছেন সাইমন কাওয়েল৷

‘দ্য এক্স ফ্যাক্টর' এবং ‘গট ট্যালেন্ট'-এর মতো প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব এবার পা রাখছেন টেলিভিশনের বাইরে৷ গত বছরই তিনি দেখেছেন তাঁর প্রতিটি অনুষ্ঠান জনপ্রিয় হয়ে ওঠার পেছনে ইউটিউবের ভূমিকা দিন দিন বাড়ছে৷ কোনো অনুষ্ঠানের ভালো লাগা একটা অংশ কেউ একজন ইউটিউবে আপলোড করে দিলেন, তা দেখতে হুমড়ি খেয়ে পড়লেন অন্যরা৷ ইউটিউবে দেখে যাঁদের ভালো লাগে, তাঁদের অনেকে আবার সময় বের করে টিভির সামনে বসে পড়েন সেই অনুষ্ঠান দেখতে৷ এ বিষয়টা লক্ষ্য করার পর থেকেই নতুন একটা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার কথা ভাবছিলেন সাইমন কাওয়েল৷ প্রায় এক বছর সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে সোমবার দিলেন ঘোষণা – তাঁর নিজের প্রতিষ্ঠান সাইকো এন্টারটেইনমেন্ট আগামী বছরই শুরু করবে ইউটিউবের মাধ্যমে প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান৷

Flash-Galerie USA Großbritannien Simon Cowell
সাইমন কাওয়েলছবি: AP

সোনি মিউজিককে সাথে নিয়ে সাইকো এন্টারটেইনমেন্টের এই আয়োজনে অংশ নেবেন ২৬টি দেশের মানুষ৷ এই প্রতিযোগিতার জন্য একটা ইউটিউব চ্যানেল করে ফেলেছেন সাইমন কাওয়েল৷ চ্যানেলের নাম ‘দ্য ইউ জেনারেশন'৷ সংগীত, মেকআপ, রান্না-বান্নাসহ বেশ কিছু ক্যাটাগরিতে হবে এ প্রতিযোগিতা৷ কাজ খুব সহজ – যে কাজটা খুব ভালো পারেন বলে আপনি মনে করেন, সেই কাজই ভিডিও ক্যামেরার সামনে করে রেকর্ড করুন, তারপর সেই ভিডিও তুলে দিন ‘দ্য ইউ জেনারেশন'-এ৷ আপনার কাজ বিচারকদের বেশি পছন্দ হলে নগদ টাকা তো পাবেনই, সেই সঙ্গে পেয়ে যাবেন ফাইনালের টিকিট৷ এভাবে দু সপ্তাহ পর পর মোট ২৬ বার হবে এ প্রতিযোগিতা৷ সেখান থেকে একজন করে বেছে নিয়ে ফাইনাল৷ ফাইনালে যিনি সবার সেরা হবেন ‘দ্য ইউ জেনারেশন'-এর তাঁকেই দেবে বিশ্বতারকার স্বীকৃতি৷

জাস্টিন বিবার ইউটিউবে একটা ভিডিও তুলে দেয়ার ৫ বছরের মধ্যে কত বড় তারকা দেখছেন তো! প্রতিভা থাকলে আপনাকেই বা ঠেকায় কে! বাংলাদেশসহ ওই ২৬টির বাইরের দেশগুলোতে যাঁরা আছেন তাঁদেরও ভাবনার কিছু নেই৷ ‘দ্য ইউ জেনারেশন' আপনার দেশকে প্রতিযোগিতায় না নিলেই বা কি, ক'দিন পর দেশের অন্য কোনো প্রতিষ্ঠান যে এ ধরনের প্রতিযোগিতা শুরু করে দেবেন এ নিয়ে বাজি ধরতে পারেন৷ ‘দ্য অ্যামেরিকান আইডল', ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়ানেয়ার' প্রথমে শুরু হয়েছিল কোথায় আর তারপর কোন দেশে একই আদলে অনুষ্ঠান হয়নি আপনিই বলুন!

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য