ঘূর্ণিঝড়ের পর পানিতে ভাসছে হিউস্টন
যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দারা ভাবছেন, বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাবেন, নাকি বাড়িতে থেকে পানি সরে যাওয়ার অপেক্ষা করবেন৷
‘বাড়িতে থাকুন’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বাসিন্দাদের বাড়িতে থাকতে বলছে ও সাবধান করে দিচ্ছে এই বলে যে, ঘূর্ণিঝড়ের পর বন্যাতেই অধিকাংশ প্রাণহানি ঘটে৷ ৮০০ থেকে ১,২০০-এর মতো মানুষকে এ পর্যন্ত উদ্ধার করতে হয়েছে৷
বুকজল
৪৫ আর ৬১০ নম্বর ইন্টারস্টেট হাইওয়ে পুরোপুরি পানিতে ডুবে রয়েছে৷বাসিন্দারা বুক সমান পানি ঠেলে যাওয়া-আসা করছেন৷ শহরের দু’টি মূল বিমানবন্দর যাবতীয় বাণিজ্যিক উড়াল বন্ধ রেখেছে৷ দু’টি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিতে হয়েছে৷
ঝড় আসছে
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হার্ভে এখনও হিউস্টন থেকে ১২৫ মাইল দূরে৷ মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনে এই ঘূর্ণিঝড় মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ জনবহুল শহরটির দিকে ধীরে ধীরে মোড় নেবে৷ অন্তত দু’জন মানুষ এ পর্যন্ত হার্ভের প্রকোপে প্রাণ হারিয়েছেন৷
ত্রাণকার্য
ত্রাণকর্মীরা দলে দলে নৌকা, হেলিকপ্টার বা ট্রাকে করে উদ্ধারকার্যে বেরিয়েছেন৷ শহরের যেসব বাসিন্দার নৌকা আছে, তাঁদের ত্রাণকার্যে সাহায্য করতে বলা হয়েছে৷ শহরের এমার্জেন্সি কল অপারেটররা ১৫ ঘণ্টার মধ্যে ৫৬,০০০ কল পেয়েছেন, যা কিনা কোনো স্বাভাবিক দিনের মোট কলের সাতগুণ৷
সাহায্য করার লোক আছে
রাজ্যের গভর্নর বলেছেন যে, ঝড়ের পর ভাঙচুর সরাতে সামরিক বাহিনীর ১,৮০০ জন সদস্য সাহায্য করবেন৷ উদ্ধার কাজে আপাতত ১,০০০ মানুষ কাজ করছেন৷ অন্যান্য রাজ্য থেকেও ত্রাণকর্মী পাঠানো হচ্ছে৷