ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে জার্মান রাষ্ট্রপতি
৩১ অক্টোবর ২০২০ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শুক্রবার জার্মান রাষ্ট্রপতি নিসের ঘটনার নিন্দা জানান৷ তিনি বলেন, তিনি এখন শুধুই মৃতদের পরিবারের কথাই ভাবছেন৷ একই সাথে তিনি বলেন যে, এই ধরনের ঘটনার প্রত্যুত্তর কখনোই ঘৃণা ও ‘জেনোফোবিয়ার’ (ভিন্নদের প্রতি ভয়) দ্বারা চালিত হওয়া উচিত নয়৷
ঘৃণার বিপরীতে কখনোই পাল্টা ঘৃণা নয়, এমনটাই মনে করেন স্টাইনমায়ার৷ সহিংসতার বিরুদ্ধে কিভাবে লড়তে হবে সে বিষয়ে তিনি বলেন, ‘‘আমার মতে, শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপেই আমাদের এখন এই ধরনের হিংস্র আচরণ ও তার পেছনের উগ্র ইসলামপন্থি মনোভাবের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া উচিত৷ কিন্তু আমাদের মত গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রের প্রতিক্রিয়া যেন ঘৃণা ও জেনোফোবিয়া দ্বারা পরিচালিত না হয়৷’’
তিনি আরো বলেন, ‘‘পারস্পরিক সম্মান আমাদের সমাজের অংশ৷ এই ধরনের সহিংসতার বিরুদ্ধে লড়তে গিয়েও আমাদের উদারতা থেকে সরলে চলবে না৷ সেটা আরেকটি চ্যালেঞ্জ৷’’
ফ্রান্সের নিস শহরে গির্জার সামনে হামলা চালায় যে ব্যক্তি, সে ইটালি থেকে ফ্রান্সে প্রবেশ করেছে বলে জানা গেছে৷ ২১ বছর বয়েসি সেই হামলাকারী তিউনিশিয়ার নাগরিক৷ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মতো তিউনিশিয়া থেকেও এই হামলার তীব্র নিন্দা উঠে এসেছে৷
রোজালিয়া রোমানিয়েক, রেবেকা স্টাউডেনমায়ার/এসএস