1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিরতরুণ জন লেনন স্মৃতিতে অম্লান

৭ ডিসেম্বর ২০১০

জন লেনন, আততায়ীর গুলিতে মারা যাবার ৩০ বছর পরেও যাঁর স্মৃতি সংগীতপ্রেমী মানুষের মনে অম্লান হয়ে আছে৷ তাঁর গান এবং শান্তির জন্যে তাঁর প্রচেষ্টা যুগ যুগ ধরে শিল্পীদের অনুপ্রেরণা হয়ে থাকবে৷

https://p.dw.com/p/QRVY
স্মৃতিতে জন লেনন

বিটলস গোষ্ঠীর এই প্রাণপুরুষ ১৯৮০ সালের ৮ ডিসেম্বর মার্ক ডেভিড চ্যাপম্যান নামে মানসিকভাবে অপ্রকৃতিস্থ এক ব্যক্তির গুলিতে প্রাণ হারান৷ নিউ ইয়র্কে লেননের এ্যাপার্টমেন্টের বাইডরে সেন্ট্রাল পার্ক ওয়েস্ট-এ লেননকে পরপর চারবার গুলি করা হয়৷ ঐ এ্যাপার্টমেন্টে লেনন তাঁর দ্বিতীয় স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে থাকতেন৷ ওনো স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাতে এখনও সেই এ্যাপার্টমেন্টেই বাস করছেন৷ লিভারপুলে জন্মগ্রহণকারী এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করতে এখনও প্রতি বছরের ৮ ডিসেম্বর লেননের ভক্তরা যান সেই এ্যাপার্টমেন্ট ব্লকে৷

Flash-Galerie John Lennon
জনপ্রিয় দল বিটলসছবি: picture alliance / akg-images

জন লেননকে গুলি করার সময়ে চ্যাপম্যানের বয়স ছিল মাত্র ২৫ বছর৷ ঐ ঘটনার ঠিক আগের দিন লেনন তাঁর সর্বশেষ এ্যালবাম ‘ডাবল ফ্যান্টাসি'-র একটি কপিতে সই করে চ্যাপম্যানকে দিয়েছিলেন৷ পালন করেছিলেন তাঁর ৪০তম জন্মবার্ষিকী৷ তখন তিনি ভাবতেও পারেননি পরেরদিন এই লোকই তাঁকে হত্যা করবে৷ লেননকে হত্যার জন্যে চ্যাপম্যান দোষী সাব্যস্ত হন৷ যাবজ্জীবন কারাদন্ড হয় তার৷ অ্যাটিকা কারাগারে রয়েছে সে৷ ছয়বার তার প্যারোলের আবেদন প্রত্যাখ্যান করা হয়৷ ওনো নিজের এবং তাদের ছেলে শন লেননের নিরাপত্তার কথা চিন্তা করে চ্যাপম্যানের মুক্তির বিরোধিতা করেছেন৷ শন লেননের বয়স এখন ৩৫৷

বিশ্বের মানুষের মুখে মুখে এখনও ফেরে লেননের গান৷ চলতি বছরে লেননের ৭০ তম জন্মবার্ষিকী পালনের আগে তাঁর স্ত্রী বলেন, ‘‘আমি তাঁকে ৭০ বছর বয়সের ভাবতেই পারিনা৷ আমার কাছে সবসময়েই সে ভীষণ এনার্জেটিক একজন মানুষ৷'' বিশ্ববিদ্যালয়ের পপ কালচারের অধ্যাপক রবার্ট থম্পসন বলেছেন, ‘‘লেনন এলভিস প্রেসলির মতই একজন মৃত তরুণ''৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক