1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেক রিপাবলিকে রেল দুর্ঘটনায় মৃত অন্তত চার

৬ জুন ২০২৪

যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের। বহু মানুষ আহত।

https://p.dw.com/p/4gi25
চেক রিপাবলিকে ট্রেন দুর্ঘটনা
দুর্ঘটনা লাইনচ্য়ূত একটি কামরাছবি: Jiri Sejkora/via REUTERS

বুধবার চেক রিপাবলিকের পারডুবিটসা অঞ্চলে এক ভয়াবহ রেল দুর্ঘটনা হয়। একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের। স্থানীয় গভর্নর সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনায় অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গভর্নর জানিয়েছেন, দুইটি ট্রেনের মধ্য়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পুলিশ ছাড়াও পৌঁছে যায় চিকিৎসকের দল এবং অ্যাম্বুল্য়ান্স। একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে রাখা হয়েছে। গুরুতর আহত ব্য়ক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য় হেলিকপ্টারটি আনা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছেন চেক রিপাবলিকের পরিবহন এবং স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, 'নিহত এবং আহত ব্য়ক্তিদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা।'

রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি একটি দ্রুতগতির দূরপাল্লার ট্রেন। রিজিও জেটের ওই ট্রেনটি প্রাগ থেকে স্লোভাকিয়া যাচ্ছিল। রাতের ওই ট্রেনে অন্তত ৩০০ জন যাত্রী ছিলেন। রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্য়ে অনেকেই ছিলেন বিদেশি।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। কীভাবে দুইটি ট্রেন একই ট্র্য়াকে চলে এলো, তা এখনো অজানা। তবে রেল জানিয়েছে, চেক রিপাবলিক থেকে স্লোভাকিয়া যাওয়ার মূল ট্র্য়াক এটি। দুর্ঘটনার জন্য় আপাতত তা বন্ধ রাখতে হচ্ছে। ফলে আপাতত ওই ট্র্যাকে ট্রেন চলবে না।

এসজি/জিএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)