1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছেলের মৃত্যুর পরে প্রথমবারের মত টেলিভিশনে গাদ্দাফি

১২ মে ২০১১

লিবিয়ার সরকারি টেলিভিশনে দু’সপ্তাহের মধ্যে প্রথমবারের মত দেখা গেছে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফিকে৷ ত্রিপোলির একটি হোটেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন গাদ্দাফি৷

https://p.dw.com/p/11E4T
দু’সপ্তাহ পরে টেলিভিশন ফুটেজে গাদ্দাফিছবি: dapd

ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত হবার পরে তার নিজের ভাগ্য নিয়ে যে সন্দেহ দেখা দেয় টেলিভিশন ফুটেজে গাদ্দাফির দেখা পাবার পরে তারই অবসান হলো৷ ৩০-শে এপ্রিল ত্রিপোলিতে বিমান হামলায় তার ছোট ছেলে এবং তিন নাতি নিহত হবার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি৷ বুধবারে তাকে আবার দেখা যায় তার সেই চিরাচরিত বাদামি আলখাল্লা, গাঢ় সানগ্লাস এবং কালো হ্যাট পরিহিত অবস্থায়৷ গাদ্দাফি উপস্থিত কর্মকর্তাদের কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, ‘‘আমরা বিশ্বকে বলতে চাচ্ছি লিবিয় উপজাতীয়দের প্রতিনিধিত্ব এরাই করেন৷''

Libyen Gaddafi TV Fernsehauftritt NO FLASH
ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত হবার পরে তার নিজের ভাগ্য নিয়ে যে সন্দেহ দেখা দেয়ছবি: AP Photo / Libyan TV

এই সময়ে একজন বৃদ্ধ, লিবিয় নেতার ৪১ বছরের শাসনের বিরুদ্ধে তিন মাস ধরে চলমান বিদ্রোহের প্রসঙ্গ টেনে গাদ্দাফিকে বলেন, ‘‘আপনিই জয়লাভ করবেন৷'' এই সময়ে গাদ্দাফির পিছনে কোনার মধ্যে রাখা সেদিনের তারিখটা ক্যামেরাতে ধরে রাখে৷

একই হোটেল ভিত্তিক রয়টার্সের কয়েকজন সাংবাদিক বলেছেন, সেদিনের সেই বৈঠকের জন্যে হোটেলের কয়েকটি ঘর সম্পূর্নভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদানা: আব্দুল্লাহ আল-ফারূক